মা হলেন মানসিক ভারসাম্যহীন ভবঘুরে নারী, কিন্তু বাবা কে?

বরিশাল ব্যুরো, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৪ মার্চ ২০২৪, ১৬:৩৮| আপডেট : ২৪ মার্চ ২০২৪, ১৭:২৩
অ- অ+

বরিশাল সদর উপজেলার বন্দর থানার সাহেবেরহাট বাজারে মানসিক ভারসাম্যহীন এক ভবঘুরে নারী কন্যা সন্তানের মা হয়েছেন। তবে নবজাতকের বাবা কে তা কেউ জানে না। মা-মেয়ে দুজনেই বর্তমানে বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন আছে।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের বন্দর থানার নারী-শিশু কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) রোজিনা আক্তার বিষয়টি নিশ্চিত করে বলেন, শনিবার (২৩ মার্চ) রাত আটটার দিকে সাহেবেরহাট বাজারে মানসিক ভারসাম্যহীন ওই নারী কন্যা সন্তান প্রসব করেছেন। পরে দুজনকেই বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করানো হয়েছে। মা-মেয়ে দুজনেই সুস্থ আছেন বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, যেহেতু ওই নারী মানসিক ভারসাম্যহীন তাই আদালতে তাদের বিষয়টি অবহিত করা হবে। আদালত যে সিদ্ধান্ত দেবে সে মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।

ঘটনার সত্যতা স্বীকার করে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রহমান মুকুল বলেন, শনিবার রাতে বন্দর থানার সাহেবেরহাট বাজারে এক মানসিক ভারসাম্যহীন নারী কন্যা সন্তানের মা হয়েছেন। মা-মেয়ে বর্তমানে বরিশাল শেবাচিম হাসপাতালে আছেন। আদালতের সিদ্ধান্ত মোতাবেক পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

(ঢাকাটাইমস/২৪মার্চ/প্রতিনিধি/পিএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কাতারের বিনিয়োগকারীদের জন্য বিশেষ অর্থনৈতিক অঞ্চল করার প্রস্তাব প্রধান উপদেষ্টার
বিএনপির ওপর নির্যাতনের প্রতিশোধ হবে ৩১ দফা বাস্তবায়ন: তারেক রহমান
পাকিস্তানের সঙ্গে সিন্ধু পানি বণ্টন চুক্তি ও বিশেষ ভিসা সুবিধা বাতিল করল ভারত
আনিসুল হকের বান্ধবী তৌফিকা করিমের ৩৮টি ব্যাংক হিসাব জব্দ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা