বীর শহীদদের প্রতি আ.লীগের শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৬ মার্চ ২০২৪, ১১:০৮| আপডেট : ২৬ মার্চ ২০২৪, ১১:১১
অ- অ+

স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সাভারে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে আওয়ামী লীগ।

মঙ্গলবার সকালে সাভারে জাতীয় স্মৃতিসৌধে আওয়ামী লীগের সিনিয়র নেতাদের নিয়ে শ্রদ্ধা জানান দলের সভাপতি শেখ হাসিনা।

এর আগে রাষ্ট্রপতি শ্রদ্ধা জানানোর পর প্রধানমন্ত্রী হিসেবে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান শেখ হাসিনা। শ্রদ্ধা জানিয়ে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি। এসময় বিউগলে বাজানো হয় করুণ সুর।

জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের পর রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভুটানের রাজা পরিদর্শন বইয়ে সই করেন। এসময় উপস্থিত ছিলেন ভুটানের রানি জেৎসুন পেমা।

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শ্রদ্ধা নিবেদন করে চলে যাওয়ার পর সবার জন্য জাতীয় স্মৃতিসৌধ উন্মুক্ত করে দিলে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে মানুষের ঢল নামে।

শ্রদ্ধা নিবেদন করে আওয়ামী লীগ, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, কৃষক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ।

এছাড়াও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, বিভিন্ন বাহিনী ও সংস্থা, বিভিন্ন মন্ত্রণালয়, শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন।

(ঢাকাটাইমস/২৬মার্চ/জেএ/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে বাংলার যুবারা
ব্রাহ্মণবাড়িয়ায় একদিনে বজ্রপাতে প্রাণ গেল ৫ জনের
বাউফলে বিদ্যুতের তারে জড়িয়ে শ্রমিকের মৃত্যু
আবদুল হামিদের দেশ ছাড়ার ঘটনায় তিন উপদেষ্টার তদন্ত কমিটি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা