অসুস্থতার যন্ত্রণা সইতে না পেরে ছুরিকাঘাতে রিকশাচালকের আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
| আপডেট : ২৭ মার্চ ২০২৪, ১২:৩৯ | প্রকাশিত : ২৭ মার্চ ২০২৪, ১১:৪২

শারীরিক নানা অসুস্থতার যন্ত্রণা সহ্য করতে না পেরে পেটে ছুরিকাঘাতে এক রিকশাচালক আত্মহত্যা করেছেন বলে দাবি তার পরিবারের। ওই রিকশাচালকের নাম জয়নাল আবেদীন। বয়স আনুমানিক ৪৫ বছর।

মঙ্গলবার সন্ধ্যার দিকে রাজধানীর মগবাজারের মধুবাগের তিন নম্বর গলির একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। পরে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া। তিনি বলেন, ‘ময়নাতদন্তের জন্য মৃতদেহটি ঢামেকের মর্গে রাখা হয়েছে। ঘটনাটি হাতিরঝিল থানায় জানানো হয়েছে।’

জানা গেছে, নিহত রিকশাচালক জয়নাল আবেদীনের বাড়ি রংপুরের পীরগঞ্জ উপজেলার ইসলামপুরে। তিনি ওই গ্রামের মোজা মিয়ার ছেলে।

জয়নাল আবেদীনের স্ত্রী মঞ্জিলা বেগম জানান, তার স্বামী আগে রিকশা চালাতেন। তবে গত তিন-চার বছর ধরে তিনি শ্বাসকষ্টসহ নানা রোগে আক্রান্ত। বর্তমানে তিনি কিছুই করতে পারতেন না, সারাদিন বাসায় থাকতেন। তাদের এক ছেলে এবং এক মেয়ে রয়েছে।

মঞ্জিলা বেগম বলেন, ‘আমি বাসাবাড়িতে কাজ করি। আমাদের মেয়ে ঝর্না (১৩) গার্মেন্টসে কাজ করে। আর চার বছর বয়সি ছেলে মহিম তার বাবার সঙ্গে বাসায় থাকতো।’

তার দাবি, ‘ঘটনার সময়ে আমি কাজে ছিলাম। মেয়ে বাসায় ছিল। সেও খেয়াল করেনি। যখন দেখতে পায় তার বাবা কাতরাচ্ছে, তখন সে দ্রুত গিয়ে আমাকে খবর দেয়। আমি এসে উনাকে (জয়নাল আবেদীন) উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে যাই।’

মঞ্জিলা বেগমের ধারণা, নানাবিধ অসুস্থতার যন্ত্রণা সহ্য করতে না পেরে নিজেই নিজের পেটে ছুরি চালান রিকশাচালক জয়নাল আবেদীন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টা ২০ মিনিটে তিনি মারা যান।

(ঢাকাটাইমস/২৭মার্চ/এজে)

সংবাদটি শেয়ার করুন

রাজধানী বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজধানী এর সর্বশেষ

সাবেক এমপি আসাদুজ্জামান আসাদ গ্রেপ্তার

পল্লবীতে ইমন হত্যা: আ.লীগ-যুবলীগের আরও দুই নেতা গ্রেপ্তার

পল্লবীতে ২৪ লিটার চোলাই মদসহ পাঁচ মাদক কারবারি গ্রেপ্তার

বাইক চালাতে পারেন না তবুও সাথে হেলমেট রাখতেন শুভ্র! গ্রেপ্তারের পর বেরোলো রহস্য

তারেক রহমানের নির্দেশে আমরা অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করছি: অধ্যক্ষ সেলিম ভূঁইয়া

উত্তরা পশ্চিম থানা আ.লীগ সভাপতি অ্যাড. মনোয়ার গ্রেপ্তার

যশোর জেলা আ.লীগের সভাপতি মিলন গ্রেপ্তার

হোটেলে স্বামীকে পৈশাচিকভাবে হত্যা করে পালায় স্ত্রী, মামলা রুজুর ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার

ট্যাগিংয়ের রাজনীতি এখনো চলছে: তরুণ লেখক ফোরাম

রূপনগর থানা আ.লীগের সহ-সভাপতি অস্ত্রসহ গ্রেপ্তার, ৯২টি গুলি ব্যবহারের স্বীকারোক্তি

এই বিভাগের সব খবর

শিরোনাম :