ফের কমলো ডিজেল-কেরোসিনের দাম

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ৩১ মার্চ ২০২৪, ১৬:৩১| আপডেট : ৩১ মার্চ ২০২৪, ১৬:৫৩
অ- অ+

দেশের বাজারে ফের জ্বালানি তেলের দাম কমালো সরকার। ভোক্তা পর্যায়ে ডিজেল ও কেরোসিনের খুচরা মূল্য ২ টাকা ২৫ পয়সা কমিয়ে ১০৬ টাকা নির্ধারণ করা হয়েছে। সোমবার থেকে এই দর কার্যকর হবে।

তবে অকটেন ও পেট্রোলের দাম অপরিবর্তিত রয়েছে। বর্তমানে প্রতি লিটার অকটেন ১২৬ এবং পেট্রোল ১২২ টাকা দরে বিক্রি হচ্ছে।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় রবিবার এক প্রজ্ঞাপনে এ তথ্য জানায়।

এতে বলা হয়, জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ নির্দেশিকার আলোকে এ দাম নির্ধারণ করা হয়েছে।

এর আগে গত ৭ মার্চ স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ তালিকা প্রকাশ করা হয়। এতে ভোক্তা পর্যায়ে ডিজেল ও কেরোসিনের দাম ১০৮ টাকা ২৫ পয়সা এবং অকটেন ১২৬ ও পেট্রোল ১২২ টাকা দরে বিক্রির ঘোষণা দেওয়া হয়েছিল।

এর আগে ২০২১ সালের নভেম্বর থেকে পরের বছর আগস্ট পর্যন্ত তিন দফা দাম সমন্বয় হয় জ্বালানি তেলের। এতে প্রতি লিটার ডিজেল-কেরোসিনের দাম বাড়ে ৪৪ টাকা বা ৬৭ শতাংশ পর্যন্ত।

(ঢাকাটাইমস/৩১মার্চ/ইএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গোপালগঞ্জে হামলার ঘটনা নিয়ে ফেসবুকে ট্রল, দিনাজপুরের এএসপি প্রত্যাহার
‘গোপালগঞ্জে ইন্টারনেট বন্ধ করা হয়নি’
“চাঁদাবাজ যতই প্রভাবশালী হোক, পার পাবে না”
গোপালগঞ্জে বৃহস্পতিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা