‘প্লিজ হেল্প মি’ বাটন চাপলেই পাবেন ট্যুরিস্ট পুলিশ
ট্যুরিস্ট পুলিশের সেবায় যুক্ত হলো ইন্টারকম ও ইমার্জেন্সি বাটন সার্ভিস। যার নাম দেওয়া হয়েছে ‘প্লিজ হেল্প মি’। কক্সবাজারে ঘুরতে গিয়ে কোনো সমস্যায় পড়লেই এই বাটন চাপলে সঙ্গে সঙ্গে পর্যটকের সেবায় পৌঁছে যাবে ট্যুরিস্ট পুলিশ।
রবিবার রাজধানীর পুরানা পল্টনের ট্যুরিস্ট পুলিশ হেডকোয়ার্টার্সের সভাকক্ষে 'ঈদুল ফিতরের ছুটিতে ট্যুরিস্টদের জন্য নিরাপত্তা ব্যবস্থা' শীর্ষক মতবিনিময় সভায় এ কথা জানান ট্যুরিস্ট প্রধান আবুল কালাম সিদ্দিক।
এ সময় তিনি ভিডিও কনফারেন্সে সরাসরি কক্সবাজার ফোকাল পয়েন্ট থেকে ভিডিও কলে যুক্ত করেন কক্সবাজার রেঞ্জের এডিশনাল ডিআইজি আপেল মাহমুদকে। সেসময় ভিডিও কনফারেন্সে পর্যটকদের সুবিধার্থে প্রথমবারের মতো ট্যুরিস্ট পয়েন্টে ইন্টারকম ও ইমার্জেন্সি বাটন স্থাপন ও উদ্বোধন করা হয়।
এ সময় কক্সবাজার ডিআইজি সবার উদ্দেশে বলেন, 'কক্সবাজারের বিভিন্ন পয়েন্টে ইন্টারকম ও ইমার্জেন্সি বাটন স্থাপন করা হয়েছে। এর মাধ্যমে পর্যটকরা ট্যুরিস্ট পুলিশের কাছে অভিযোগ করতে পারবেন। কন্ট্রোল রুম থেকে এ বিষয়ে তদারকি করা হবে বলেও জানান তিনি।
একজন পর্যটক যেকোনো দুর্ঘটনা বা অনাকাঙ্ক্ষিত ঘটনার কবলে নিজে পড়ুক বা অন্য কারও সমস্যা দেখতে পেয়ে আমাদেরকে শুধু একটা বাটনে ক্লিক করলেই আমরা পৌঁছে যাব সেখানে।
এ বিষয়ে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি বিধান ত্রিপুরা ঢাকা ট্যুরিস্ট পুলিশ কার্যালয়ে কনফারেন্সে থেকে জানান ইন্টারকম সিস্টেমটি একটি অত্যান্ত কার্যকরী ব্যবস্থাপনা। নিরাপত্তায় এই সিস্টেম বিশেষ গুরুত্ব বহন করবে। আর সিসিটিভি আওতায় চট্টগ্রাম বিভাগের সকল পর্যটন কেন্দ্রই পর্যবেক্ষন, গাড়ি এনালাইসিস, ফেস ডিটেক্টসহ সকল কার্যক্রমেই পরিচালনা করা হবে ঢাকাসহ চট্টগ্রাম বিভাগীয় অফিস থেকে।
অনুষ্ঠানে বিশেষ ও প্রধান বক্তা্র বক্তব্যে ট্যুরিস্ট পুলিশ প্রধান আরও বলেন, প্রতিটি বিচে দেওয়া হচ্ছে ফ্রি মোবাইল ফোন সিস্টেম। যেখান থেকে পর্যটক সরাসরি ট্যুরিস্ট পুলিশ তথ্য সেন্টারে হোয়াটসঅ্যাপ ও কল করতে পারবেন।
এছাড়াও সম্প্রতি ট্যুরিস্ট পুলিশের পক্ষ থেকে কক্সাবাজার সমুদ্র সৈকতে পর্যটকদের অন্যতম আকর্ষণ ঘোড়ার গাড়ি ও ময়ূরপঙ্খী বিচ বাইকের মাধ্যমে পর্যটকদের নিরাপত্তায় টহল ডিউটি প্রদান করা হচ্ছে। বাংলাদেশের সকল পর্যটন স্পটে স্বল্প সংখ্যাক ট্যুরিস্ট পুলিশ সদস্যদের দিয়ে নিরাপত্তা প্রদান করা সম্ভব নয় বলে ট্যুরিস্ট পুলিশ সংশিষ্ট জেলা পুলিশের সঙ্গে সমন্বয় করে পর্যটকদের নিরাপত্তা প্রদান করছে।
ট্যুরিস্ট পুলিশ হেল্পলাইন নম্বর ০১৩২০-২২২২২২ এবং ০১৮৮৭-৮৭৮৭৮৭-এর মাধ্যমে ২৪ ঘণ্টা পর্যটকদের সেবাপ্রদান করা হয়। ট্যুরিস্ট পুলিশ ফেসবুক পেইজ Tourist Police Bangladesh, ট্যুরিস্ট পুলিশ ওয়েবসাইট www.touristpolice.portal.gov.bd, Hello Tourist Apps।
এছাড়াও অনুষষ্ঠানে চ্যানেল Tourist Police Bangladesh-এর মাধ্যমে পর্যটকদের সেবার মান ও ট্যুরিস্ট পুলিশের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে তুলে ধরা হয়।
(ঢাকাটাইমস/৩১মার্চ/এএম/এআর)
মন্তব্য করুন