নির্মাণ ত্রুটির কারণে সিরাজগঞ্জে গার্ডার ধসে শ্রমিক নিহত
নির্মাণ ত্রুটির কারণেই সিরাজগঞ্জ ইকোনমিক জোনের নির্মাণাধীন সেতুর গার্ডার ধসের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। এ ঘটনায় জুবায়ের হোসেন নামে এক শ্রমিক নিহত হয়েছেন।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। পরে বেলা ২টার দিকে গার্ডারের নিচে চাপা পড়া শ্রমিককে উদ্ধারের পরে সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আব্দুল মান্নান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আমরা খবর পেয়েই এসে উদ্ধার অভিযান শুরু করি। এরপর ঝুঁকিপূর্ণ অভিযানের পরে তাকে উদ্ধার করতে সক্ষম হয়েছি। কিন্তু তিনি জীবিত আছেন কী না বলা যাচ্ছে না। যেভাবে একে একে সেতুটির তিনটি গার্ডার ভেঙে পড়েছে তাতে আমরা ধারণা করছি নির্মাণ ত্রুটির কারণেই গার্ডার গুলি ভেঙে পড়েছে।
এদিকে গার্ডারের নিচে চাপা পড়া শ্রমিক জুবায়ের মারা গেছেন বলে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ থেকে নিশ্চিত করেছেন সদর থানা পুলিশের উপ-পরিদর্শক সাইফুল ইসলাম।
অন্যদিকে ইকোনমিক জোনের শ্রমিক ও এলাকাবাসীর দাবি কোনও প্রকার নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই এই শ্রমিকরা কাজ করছিলেন। এমনকি এই ঘটনার বিচারও দাবি করেছেন তারা। ইকোনমিক জোনের অন্য একটি প্রকল্পের শ্রমিক শাহীন রেজা বলেন, আমরা দূর থেকে দেখি শুধু বালু উড়ে যাচ্ছে। পড়ে শুনলাম এই ঘটনা। আমরা যেখানে কাজ করছি সেখানে নিরাপত্তা নিয়ে কাজ করা হয়। কিন্তু এখানে যারা কাজ করছিল তাদের কোনও নিরাপত্তা ব্যবস্থাই ছিল না। এঘটনার বিচার হওয়া উচিত।
তবে এ ব্যাপারে কোনো প্রকার মন্তব্য করতে ও কথা বলতে চাননি কর্তৃপক্ষ।
সিরাজগঞ্জ সদর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মো. হাসিবুল্লাহ বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
(ঢাকা টাইমস/০২এপ্রিল/এসএ)
মন্তব্য করুন