গোবিন্দগঞ্জে ব্রিজের নিচ থেকে নবজাতক উদ্ধার

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ব্রিজের নিচ থেকে এক নবজাতককে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে।
বুধবার বিকালে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম শাহ বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, সকালে শিশুটিকে ওই ব্রিজের নিচে কান্নারত অবস্থায় দেখতে পান কয়েকজন। পরে শিশুটিকে উদ্ধার করে চিকিৎসার জন্য গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে গোবিন্দগঞ্জ থানা পুলিশের তত্ত্বাবধানে রাখা হয়।
গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পবিরার পরিকল্পনা কর্মকর্তা জাফরিন জাহিদ জিতি জানান, নবজাতককে হাসপাতালে আনার পর প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। শিশুটির শারীরিক অবস্থা ভালো হওয়ায় যারা হাসপাতালে এনেছিলেন তাদের তত্ত্বাবধানে দেওয়া হয়।
ওসি শামসুল আলম শাহ জানান, শিশুটির শারীরিক অবস্থা ভালো রয়েছে। নবজাতকটির যাবতীয় তত্ত্বাবধানের জন্য তাকে একটি পরিবারের কাছে রাখা হয়েছে।
তিনি আরও জানান, নবজাতকটিকে ব্রিজের নিচে কে বা কারা রেখে গেছে তা জানা যায়নি। ধারণা করা হচ্ছে শিশুটির বয়স একদিন হবে। নবজাতকের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।
(ঢাকা টাইমস/০৩এপ্রিল/এসএ)

মন্তব্য করুন