বরিশালে কলেজছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গৃহশিক্ষক গ্রেপ্তার

বরিশাল ব্যুরো, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৪ এপ্রিল ২০২৪, ১৮:৫৬
অ- অ+

বরিশালের উজিরপুরে কলেজছাত্রীকে (১৭) ধর্ষণ চেষ্টার অভিযোগে গৃহশিক্ষক কুমার জয়ন্ত নন্দীকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার দিবাগত রাতে উজিরপুরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

বৃহস্পতিবার (০৪ এপ্রিল) সকালে অভিযুক্তকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বিকালে তথ্য নিশ্চিত করেছেন উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাফর আহম্মেদ।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে কলেজছাত্রীর বাসা খালি থাকার সুযোগে ধর্ষণ চেষ্টা করার অভিযোগ উঠে ওই গৃহ শিক্ষকের বিরুদ্ধে। ঘটনায় বুধবার ভুক্তভোগী কলেজছাত্রী বাদী হয়ে উজিরপুর মডেল থানায় ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা করেন। মামলার পর পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে।

ওসি জাফর আহম্মেদ বলেন, কলেজছাত্রীর ছোট ভাইয়ের গৃহশিক্ষক ছিলেন কুমার জয়ন্ত নন্দী। ঘটনার সময় ছোট ভাই প্রাকৃতিক কাজে বাইরে যান। সেই সুযোগে ধর্ষণ চেষ্টা চালানো হয়েছে বলে অভিযোগ করেন ভুক্তভোগী। এই শিক্ষক একসময়ে ভুক্তভোগী কলেজছাত্রীরও গৃহশিক্ষক ছিলেন।

মামলায় উল্লেখ করা হয়, মঙ্গলবার ( এপ্রিল) রাত সাড়ে আটটার দিকে বাড়িতে কলেজছাত্রী একা ছিলেন। সেই সুযোগে ওই শিক্ষক কলেজছাত্রীকে ধর্ষণের চেষ্টা করেন। সময় ভুক্তভোগী চিৎকারে করলে স্থানীয়রা ছুটে আসলে অভিযুক্ত শিক্ষক পালিয়ে যান।

(ঢাকাটাইমস/০৪ এপ্রিল/প্রতিনিধি/পিএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
স্ট্যান্ডার্ড ব্যাংকে ‘এএমএল ও সিএফটি কমপ্লায়েন্স’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত
আইএফআইসি ব্যাংকের উদ্যোগে ‘তফসিলভুক্ত ব্যাংকের শাখা কর্তৃক মুদ্রা ব্যবস্থাপনা’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত 
জুলাই উইমেন্স ডে উপলক্ষে জনতা ব্যাংকের আলোচনা সভা
সিরাজগঞ্জে পৃথক স্থান থেকে দুই যুবকের মরদেহ উদ্ধার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা