কিশোর গ্যাং মোকাবিলায় বিশেষ নির্দেশনা প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ০৮ এপ্রিল ২০২৪, ১৭:৩৫

কিশোর গ্যাং মোকাবিলায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও সমাজকল্যাণ মন্ত্রণালয়সহ আইন-শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে তাদের যেন সংশোধনের সুযোগ দেওয়া হয়, দীর্ঘমেয়াদে অপরাধী বানানো না হয় সে নির্দেশনাও দিয়েছেন তিনি।

সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠকে এসব নির্দেশনা দেন তিনি। এতে সভাপতিত্ব করেন তিনি।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন সাংবাদিকদের এ বিষয়ে জানান।

সাংবাদিকদের মন্ত্রিপরিষদ সচিব বলেন, কিশোর গ্যাং মোকাবিলার জন্য প্রধানমন্ত্রী বিশেষ নির্দেশনা দিয়েছেন। এক্ষেত্রে সবাইকে অন্তর্ভুক্ত করতে হবে। কিশোর গ্যাং এর ক্ষেত্রে একটু বিশেষ দৃষ্টি দিতে বলেছেন। এই বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়কে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।

তিনি আরও বলেন, যারা কিশোর গ্যাং, তারা অপরাধে জড়িত হলে তাদের যেন দীর্ঘমেয়াদে অপরাধী বানিয়ে না ফেলে সেই বিষয়ে লক্ষ রাখতে হবে। সংশোধনের জন্য তাদের সুযোগ দিতে হবে। জেলখানায় যেন তাদেরকে অন্য আসামিদের সঙ্গে রাখা না হয় এই বিষয়ে নির্দেশনা দিয়েছেন। এজন্য প্রকল্প নেওয়ার জন্য সমাজকল্যাণ মন্ত্রণালয়কে ইতোমধ্যে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।

মাহবুব হোসেন বলেন, আইন তার নিজস্ব গতিতে চলবে। এদের যখন হ্যান্ডেল করা হবে তখন যেন তাদেরকে আরও অপরাধী না বানানো হয়। তাকে যেন সংশোধন হওয়ার পরিবেশ করে দেওয়া হয়। জেলে থাকলেও যেন ভালো নাগরিক হয়ে বের হয়ে আসতে পারে এই জন্য ব্যবস্থা নিতে হবে।

তিনি বলেন, দেশে তিনটি সংশোধানাগার আছে। এর সংখ্যা আরও বাড়ানোর নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সংশোধানাগারে আরও সুযোগ-সুবিধা বাড়াতে বলেছেন তিনি। যাতে তারা সংশোধন হতে পারে।

‘সংশোধনাগারে কাউন্সিলিংয়ের ব্যবস্থা রাখার নির্দেশনা দিয়েছেন। এই বিষয়ে অভিভাবক, শিক্ষক ও স্থানীয় জনপ্রতিনিধিদের সম্পৃক্ত করার কথাও বলেছেন।’

(ঢাকাটাইমস/০৮এপ্রিল/জেএ/ইএস)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

রেয়াতি সুবিধা বাতিলের প্রতিবাদ, রেলের ভাড়া বাসের চেয়ে কম রাখার দাবি

রূপপুর বিদ্যুৎকেন্দ্রের সঞ্চালন লাইন চালু, ৩ জেলায় সতর্কতা 

বাড়ল হজ ভিসার আবেদনের সময়

উপজেলা নির্বাচন: দ্বিতীয় ধাপে প্রার্থিতা প্রত্যাহারের শেষদিন আজ

ঝড়ের আশঙ্কায় সিলেট অঞ্চলের নদীবন্দরগুলোকে সতর্ক সংকেত

পরিবেশ সংরক্ষণ সংক্রান্ত বিষয়সমূহ পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত হচ্ছে: পরিবেশমন্ত্রী

উপজেলা নির্বাচন পর্যবেক্ষণে ইসির মনিটরিং টিম

বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে: এডিবির আবাসিক প্রধান

থাইল্যান্ড সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করবেন শিক্ষামন্ত্রী

এই বিভাগের সব খবর

শিরোনাম :