কুমিল্লায় বাসের ধাক্কায় প্রাণ গেল নারীর 

কুমিল্লা প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৯ এপ্রিল ২০২৪, ১১:৩৭
অ- অ+

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় কাভার্ড ভ্যানের পেছনে বাসের ধাক্কায় শাহেদা বেগম (৫৫) নামে এক নারী নিহত হয়েছেন। এ সময় আরও ২৪ জন আহত হয়েছেন। তাদের মধ্যে নয়জনের অবস্থা গুরুতর। সোমবার রাত ৩টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক এলাকায় চৌদ্দগ্রাম পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শাহেদা বেগম হবিগঞ্জ জেলার মাধবপুর থানার রসুলপুর গ্রামের মৃত আব্দুর রহমানের স্ত্রী।

মিয়াবাজার হাইওয়ে থানার ওসি এসএম লোকমান হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সোমবার দিবাগত রাত ৩টার দিকে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাস হবিগঞ্জগামী সামনে থাকা একটি কার্গোর পেছনে ধাক্কা দেয়। এতে করে ওই যাত্রী নিহত হন। এ সময় বাকিরা আহত হন।

চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মিনার হোসেন জানান, রাতে সড়ক দুর্ঘটনায় আহত ২৪ যাত্রীকে আমরা প্রাথমিক চিকিৎসা দিয়েছি। তাদের মধ্যে নয়জনের অবস্থা গুরুতর। তাদের কুমিল্লা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।

মিয়াবাজার হাইওয়ে থানার উপপরিদর্শক নজরুল ইসলাম জানান, দুর্ঘটনাকবলিত বাস ও কার্ভাডভ্যান থানায় নিয়ে আসা হয়েছে। নিহত শাহেদা বেগমের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

(ঢাকা টাইমস/০৯এপ্রিল/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মোহাম্মদপুরে ১০ মামলার এজাহারনামীয় আসামি ‘ডিবি সুমন’ গ্রেপ্তার
মার্কিন নিষেধাজ্ঞা আইসিসির স্বাধীনতাকে হুমকির মুখে ফেলছে: ইইউ
দেশের ক্রীড়াঙ্গনে ফ্যাসিবাদের দোসররা বহাল তবিয়তে বসে আছে: আমিনুল হক
ঢাকা আন্তর্জাতিক ম্যারাথন শনিবার, অংশ নেবেন ১০ হাজার দৌড়বিদ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা