আইপিএলে ফিরেই পার্পল ক্যাপ ছিনিয়ে নিলেন মুস্তাফিজ

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৯ এপ্রিল ২০২৪, ১২:৫২
অ- অ+

চলতি আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে স্বপ্নের মতো সময় কাটছে মুস্তাফিজুর রহমানের। চেন্নাইয়ের হয়ে প্রথম তিন ম্যাচ খেলেই দেশে ফিরেছিলেন মুস্তাফিজুর রহমান। এরপর চেন্নাই সুপার কিংস হেরেছে হায়দরাবাদের বিপক্ষে। মুস্তাফিজও হারিয়ে ফেলেন পার্পল ক্লাব। এরপর পুনরায় চেন্নাইয়ের সঙ্গে যোগ দিয়ে কলকাতার বিপক্ষে খেলতে নামেন মুস্তাফিজ। খেলতে নেমেই চেন্নাইয়ের ঘরের মাঠে দেখালেন জাদু। কাটার আর সলওয়ারে নাভিশ্বাস তুললেন কলকাতার ব্যাটারদের। শেষ পর্যন্ত ফিরে পেলেন হারানো পার্পল ক্যাপও।

সোমবার (৮ এপ্রিল) এম চিদাম্বরম স্টেডিয়ামে কলকাতার বিপক্ষে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় চেন্নাই। ব্যাট করতে নেমে কলকাতা নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৩৭ রান সংগ্রহ করে। এই ম্যাচে দলে ফিরে দুর্দান্ত বোলিং করেছেন মুস্তাফিজুর রহমান। ৪ ওভারে মাত্র ২২ রান দিয়ে শিকার করেছেন ২ উইকেট। ফলে আসরের সর্বোচ্চ উইকেট শিকারির পার্পল ক্যাপ ফিরে পেয়েছেন তিনি।

এম চিদাম্বরমের পিচে মুস্তাফিজ কার্যকরী হতে পারেন তা নিলামে মুস্তাফিজকে দলে ভিড়িয়েই জানিয়েছিল চেন্নাই। তবে দীর্ঘদিন থেকে নিজেকে হারিয়ে খোঁজা মুস্তাফিজ কতটা কী করতে পারবেন তা নিয়ে সন্দেহ ছিলই। মাথিশা পাথিরানা দলে থাকায় কাটার মাস্টারের একাদশে থাকা নিয়েও শঙ্কা ছিল। কিন্তু পাথিরানার ইনজুরিতে কপাল খুলে যায় মুস্তাফিজের। প্রথম ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে মাত্র ২৯ রান দিয়ে ৪ উইকেট শিকার করেন তিনি। দলকে জিতিয়ে পান ম্যাচসেরার খেতাবও।

পরের ম্যাচে গুজরাট টাইটান্সের বিপক্ষেও ৩০ রান দিয়ে ২ উইকেট শিকার করেন মুস্তাফিজ। টানা উইকেট শিকার করে সর্বোচ্চ উইকেট শিকারির পার্পল ক্যাপও দখলে রাখেন।

দিল্লির বিপক্ষে তৃতীয় ম্যাচটা ভালো কাটেনি মুস্তাফিজের। ৪ ওভারে ৪৭ রান দিয়ে শিকার করেন ১ উইকেট। দলও হারে।

এরপর গত মঙ্গলবার (২ এপ্রিল) যুক্তরাষ্ট্রের ভিসা সংক্রান্ত কার্যক্রম সারতে দেশে ফেরেন মুস্তাফিজ। ফলে সানরাইজার্সের বিপক্ষে ম্যাচটি খেলতে পারেননি তিনি। সেই সঙ্গে যুঝবেন্দ্র চাহলের কাছে পার্পল ক্যাপও হারান।

কলকাতার বিপক্ষে পার্পল ক্যাচ পুনর্দখলের পথে মুস্তাফিজ শুরু থেকেই দারুণ বোলিং করেন। প্রথম দুই ওভারে মাত্র ১২ রান দেন। এরপর তৃতীয় ওভারে অল্পের জন্য আন্দ্রে রাসেলের উইকেটটি পাননি তিনি। মুস্তাফিজের বলে সহজ ক্যাচ ছাড়েন চেন্নাইয়ের উইকেটকিপার মহেন্দ্র সিং ধোনি।

তবে পরের ওভারেই হাসি ফুটেছে মুস্তাফিজের মুখে। শেষ ওভারের প্রথম বলেই কলকাতার অধিনায়ক শ্রেয়াস আইয়ারকে রবীন্দ্র জাদেজার ক্যাচে পরিণত করেন। আইয়ারের ক্যাচ ধরে জাদেজাও ১০০ ক্যাচের মাইলফলক পূর্ণ করেন। সেই ওভারের চতুর্থ বলে মিচেল স্টার্কও রাচিন রবীন্দ্রর হাতে ধরা পড়েন।

এবারের আইপিএলে মাত্র ৪ ম্যাচেই ৯ উইকেট শিকার করলেন মুস্তাফিজ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী যুঝবেন্দ্র চাহলের ঝুলিতে আছে ৮ উইকেট।

(ঢাকাটাইমস/৯এপ্রিল/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ছাত্রদলের লাখো নেতাকর্মীকে শান্ত রেখেছি: রাকিব
সিরাজগঞ্জে কবর থেকে লাশ তুলে বাড়ির উঠানে দাফন
রেলপথ মন্ত্রণালয়েরও দায়িত্ব পেলেন শেখ মইনউদ্দিন
শুল্কহার নিয়ে তৃতীয় পর্যায়ের আলোচনার জন্য যুক্তরাষ্ট্রের সময় চেয়েছে বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা