অবশেষে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক

দীর্ঘ ভোগান্তির পর ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে। মঙ্গলবার দুপুর থেকে এ সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হতে শুরু হয়।
সড়কে ফিটনেসবহীন পরিবহন বিকল হওয়া, সেতুর ওপর দুর্ঘটনা ও টোল আদায় বন্ধ থাকায় সোমবার রাত থেকে মহাসড়কের বিভিন্ন পয়েন্টে পরিবহন চলাচলে ধীরগতি ও যানজটের সৃষ্টি হয়।
বর্তমানে স্বাভাবিক গতিতে যানবাহন চলাচল করছে। মহাসড়কের বিভিন্ন পয়েন্ট ঘুরে এমন চিত্র দেখা গেছে।
এর আগে সকালে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতুপূর্ব মহাসড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। এতে মহাসড়কের টাঙ্গাইল আশেকপুর বাইপাস থেকে সেতুপূর্ব টোলপ্লাজা পর্যন্ত ২৫ কিলোমিটার সড়কে যানজটের সৃষ্টি হয়েছিল।
এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মীর সাজেদুর রহমান জানান, ‘বর্তমানে যানবাহন স্বাভাবিক গতিতে চলাচল করছে। দুপুরের পর মহাসড়ক ফাঁকা হয়েছে। গাড়ির চাপও কমেছে। আর চাপ বাড়ার সম্ভবনা নেই।’
বঙ্গবন্ধু সেতুর সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল জানান, সোমবার দিবাগত রাত ৯টার পর সেতুর এপরে ১১টি গাড়ি বিকল হয়। সেগুলো তাৎক্ষণিক অপসারণ করতে কিছুটা সময় লাগে। এজন্য যানজটের সৃষ্টি হয়েছিল। বর্তমানে সেতুর টোলপ্লাজার কাছে কিছু সংখ্যক পরিবহন থাকলেও সেতুর দুইপাশে তেমন পরিবহন নেই। স্বাভাবিক গতিতে যানবাহন চলাচল করছে।
(ঢাকাটাইমস/০৯এপ্রিল/প্রতিনিধি/এসআইএস)

মন্তব্য করুন