ইউপি নির্বাচন: পটুয়াখালীতে চেয়ারম্যান প্রার্থী রুবেল মোল্লাকে শোকজ

পটুয়াখালীর সদর উপজেলাধীন ১৩ নম্বর ভূরিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে মৃত্যুবার্ষিকী ও দোয়া মাহফিলে ভোট চাওয়ায় বর্তমান ইউপি চেয়ারম্যান রুবেল মোল্লাকে শোকজ করেছে নির্বাচন কমিশন।
মঙ্গলবার সন্ধ্যায় উপসচিব আতিয়ার রহমান স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্যা গণমাধ্যমকে জানানো হয়।
চিঠিতে বলা হয়, পটুয়াখালী জেলার সদর উপজেলাধীন ১৩ নম্বর ভূরিয়া ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন উপলক্ষে নির্বাচনি এলাকায় মৃত্যুবার্ষিকীর আলোচনা ও দোয়া মাহফিলের ব্যানারে প্রকাশ্যে বর্তমান চেয়ারম্যানের পক্ষে নির্বাচনি প্রচারণা চালানো হয়।
এ বিষয়ে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে বলা হয় চিঠিতে।
(ঢাকাটাইমস/৯এপ্রিল/এএম/এআর/

মন্তব্য করুন