কেএনএফকে সহযোগিতা, বান্দরবান থেকে একজন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১০ এপ্রিল ২০২৪, ১৪:৫২
অ- অ+

বান্দরবানের রুমার বেথুলপাড়া এলাকা থেকে বিচ্ছিন্নতাবাদী সংগঠন কেএনএফকে সহযোগিতার অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তার নাম লাল লিয়ান সিয়াম বম। কেএনএফ সদস্যদের সহযোগিতা করার সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাতে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পুলিশ।

বুধবার তাকে আদালতে হাজির করলে আদালত কারাগারে পাঠানোর আদেশ দেন বলে বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মো. রায়হান কাজেমী জানিয়েছেন।

গ্রেপ্তারকৃত সিয়াম বম রুমা সদর ইউনিয়নের মৃত থন আলহ বমের ছেলে।

এর আগে গত মঙ্গলবার বান্দরবানের রুমা ও থানচি থানার মামলায় কেএনএফ সংশ্লিষ্টতায় ৫২ জনকে গ্রেপ্তার করা হয়। তারা কারাগারে রয়েছেন।

এদিকে বান্দরবানের রুমা ও থানচি উপজেলার সোনালী ও কৃষি ব্যাংকের তিন শাখায় সশস্ত্র হামলা, অস্ত্র ও টাকা লুটের ঘটনার পর বান্দরবানের দুর্গম পাহাড়ে সন্ত্রাসীদের ধরতে সাঁড়াশি অভিযান চালাচ্ছে যৌথ বাহিনী। অভিযানে পুলিশ, র‌্যাব, বিজিবি, আমর্ড পুলিশের পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরা অংশ নিয়েছেন।

এদিকে হঠাৎ সশস্ত্র সন্ত্রাসীদের তৎপরতা বেড়ে যাওয়ায় পাহাড়ে থমথমে অবস্থা বিরাজ করছে। আতঙ্ক-উৎকণ্ঠায় দিন কাটছে এখানকার মানুষের।

(ঢাকাটাইমস/১০এপ্রিল/আরআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
তারেক রহমান জিতলে বাংলাদেশ জিতবে: প্রস্তুতি সভায় এস এ সিদ্দিক সাজু
কুমিল্লায় যুবলীগ সভাপতি ওমানী কাশেম গ্রেপ্তার
উত্তরা ইউনিভার্সিটিতে পঞ্চম আন্তর্জাতিক রোবো টেক অলিম্পিয়াড অনুষ্ঠিত
বেনাপোলে ১৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা