সদরঘাটে লঞ্চের রশি ছিঁড়ে নিহত ৫

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১১ এপ্রিল ২০২৪, ১৬:২১| আপডেট : ১১ এপ্রিল ২০২৪, ২০:৪৪
অ- অ+

সদরঘাটে লঞ্চের রশি ছিঁড়ে শিশুসহ ৫ জন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার বেলা তিনটা থেকে সাড়ে তিনটার মধ্যে এ ঘটনা ঘটে।

সদরঘাটের টার্মিনাল ইন্সপেক্টর (টিআই) বেলায়েত হোসেন ঢাকা টাইমসকে এ তথ্য নিশ্চিত করেন।

নিহতদের মধ্যে একজন নারী, তিনজন পুরুষ ও একটি শিশু। তারা হলেন-রিপন হাওলাদার (৩৮), মাইশা ( ৩), মুক্তা (২৬), মো. বেলাল (২৫) ও রবিউল(১৯)।

নৌপুলিশের ঢাকা রেঞ্জের এসপি গৌতম কুমার বিশ্বাস নিহতদের সংখ্যাটি নিশ্চিত করেছেন।

জানা গেছে, ১১ নম্বর পন্টুনের সামনে এমভি তাশরিফ-৪ ও এমভি পূবালী-১ নামক দুটি লঞ্চ রশি দিয়ে পন্টুনে বাঁধা ছিল। এ দুটি লঞ্চের মাঝখান দিয়ে ফারহান নামের আরেকটি লঞ্চ ঢুকানোর সময় এমভি তাসরিফ-৪ লঞ্চের রশি ছিঁড়ে গেলে পাঁচ জন যাত্রী লঞ্চে ওঠার সময় গুরুতর আহত হয়। গুরুতর আহত অবস্থায় তাদের স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ওই হাসপাতালের মর্গের ইনচার্জ শ্যামল চন্দ্র দাস পাঁচটি মরদেহ পাওয়ার কথা নিশ্চিত করেন।

(ঢাকাটাইমস/১১এপ্রিল/এএম/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
অবসর ভেঙে আবারও ফিরতে পারেন কোহলি, তবে দিলেন শর্ত
আড়ং কক্সবাজারে উদ্বোধন করলো তাদের ৩১তম আউটলেট
সিরাজগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১ 
সন্ত্রাসী ইমনের সহযোগী এজাজের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর, টাঙ্গাইলে দাফন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা