সরাইলে আসামি ধরতে গিয়ে বাদী-বিবাদী পক্ষের সংঘর্ষ, আহত ১৫

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১২ এপ্রিল ২০২৪, ১৪:২২
অ- অ+

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে হত্যা মামলার এক আসামিকে ধরতে গিয়ে মামলার বাদী ও বিবাদী গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের বিশুতারা গ্রামে এ ঘটনা ঘটে।

সরাইল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, গত ৭ মার্চ বিশুতারা গ্রামের কিচ্ছালডি খালের পাড় থেকে রোকেয়া বেগম নামে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করা হয়।

এ ঘটনায় নিহতের ছেলে মন্নাফ মিয়া বাদী হয়ে একই এলাকার ইনসান গ্রুপের ৬ জনকে আসামি করে মামলা দায়ের করেন। মামলায় বেশ কয়েকজনকে এরই মধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার বাদীপক্ষের লোকজন আরও এক আসামি ধরতে তার বাড়ি ঘেরাও করে। এ সময় দুইপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

(ঢাকাটাইমস/১২এপ্রিল/প্রতিনিধি/পিএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ইউটিউব সিলভার বাটন পেল ঢাকা টাইমস ডিজিটাল
এক মাস আগেই জানিয়েছিল ঢাকাটাইমস- গুলশানে প্রস্তুত হচ্ছে তারেক রহমানের বাড়ি
তামাক নিয়ন্ত্রণ আইনের সংশোধনী দ্রুত পাশের দাবি পেশাজীবী সংগঠনগুলোর
সুইস ব্যাংকে বাংলাদেশের নামে জমা বেড়েছে ২৩ গুণ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা