বগুড়ায় দুই পুলিশ সদস্যকে আহত করার ঘটনায় ৫ জনের বিরুদ্ধে মামলা

বগুড়ায় ককটেল ছুঁড়ে দুই পুলিশ সদস্যকে আহত করার ঘটনায় ৫ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
শুক্রবার বগুড়ার উপশহর ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর জালাল উদ্দিন বাদী হয়ে মামলাটি করেন। তবে এ ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
বৃহস্পতিবার রাত ৮টায় শহরের সুলতানগঞ্জ পাড়ার (ঘোনপাড়া) এক নারী জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে জানান, তাকে আটকে রেখে মারধর করা হচ্ছে। এ খবর পেয়ে এএসআই আব্দুর রশিদ তাকে নিয়ে ঘটনাস্থলে যান। এ সময় এক যুবক পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করেন। পুলিশ তাকে আটক করতে গেলে ওই যুবকের সঙ্গে থাকা আরও দুই যুবক পরপর দুটি ককটেল নিক্ষেপ করে পালিয়ে যায়। তাদের নিক্ষেপ করা ককটেলের আঘাতে দুই পুলিশ সদস্যের পায়ে জখম হয়। পরে তাদেরকে বগুড়ার শহিদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
বিষয়টি নিশ্চিত করে বগুড়া সদর থানার ওসি সাইহান ওলিউল্লাহ বলেন, “এ ঘটনায় এখনও কেউ আটক নেই। তবে উপশহর ফাঁড়ির ইনচার্জ বাদী হয়ে একটি মামলা করেছেন। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।”
(ঢাকাটাইমস/১২এপ্রিল/প্রতিনিধি/এফএ)

মন্তব্য করুন