রুমা ভ্রমণে নিষেধাজ্ঞা কাটল

বান্দরবান প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৩ এপ্রিল ২০২৪, ০৯:৪৫| আপডেট : ১৩ এপ্রিল ২০২৪, ০৯:৫৫
অ- অ+

বান্দবানের রুমা উপজেলা ভ্রমণে পর্যটকদের ওপর দেওয়া চারটি নির্দেশনা স্থগিত করা হয়েছে। ফলে রুমা ভ্রমণে পর্যটকদের আর কোনো বাধা নেই।

শুক্রবার রাতে এমন নির্দেশনা দিয়েছে রুমা উপজেলা প্রশাসন।

গত ৯ এপ্রিল রুমা ভ্রমণে চারটি নির্দেশনা দিয়ে একটি পত্র জারি করেছিল উপজেলা প্রশাসন। যার ফলে ভ্রমণ নিষিদ্ধ হয়ে যায়। তবে ওই পরিপত্রটি শুক্রবার রাতে (১২ এপ্রিল) স্থগিত করে পত্রাদেশ জারি করেন রুমার ইউএনও মো. দিদারুল আলম (রুটিন দায়িত্ব)।

জারি হওয়া নির্দেশনাগুলো ছিলো, যৌথবাহিনী অভিযান পরিচালনাকালে কোনো হোটেলে পর্যটকের রুম ভাড়া দেয়া যাবে না। কোনো পর্যটক পথ প্রদর্শকও পর্যটকদের কোনো পর্যটন কেন্দ্রে নিয়ে যাওয়া যাবে না। কোনো পর্যটন কেন্দ্রের জিপ গাড়ি নিয়ে যাওয়া যাবে না এবং নৌ- পথেও পর্যটকের কোনো পর্যটন কেন্দ্রে না নিয়ে যাওয়া।

প্রসঙ্গত, গত ২ ও ৩ এপ্রিল পাহাড়ের সশস্ত্র সংগঠন কেএনএফ সদস্যরা রুমা ও থানচিতে ব্যাংকে ডাকাতি করে। লুট করা হয় আনসার সদস্যদের ১৪টি অস্ত্র ও গুলি। এ ঘটনায় রুমা ও থানচি থানায় নয়টি মামলা করা হয়। শুরু হয় যৌথবাহিনী বাহিনীর অভিযান। এ প্রেক্ষিতে রুমা ভ্রমণে পর্যটকদের বারণ করা হয়েছিল।

(ঢাকাটাইমস/১৩এপ্রিল/ইএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পল্লীবন্ধু এরশাদ চিরকাল মানুষের হৃদয়ে কণক প্রদীপ হয়ে জ্বলবেন
চাঁদা না দেওয়ায় পল্লবীতে ব্যবসা প্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলা, গুলিবর্ষণ: গ্রেপ্তার ৩
ছন্দে ফিরলেন লিটন, সমতায় ফিরল টাইগাররা
১২ দিনে রেমিট্যান্স এলো ১০৭ কোটি মার্কিন ডলার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা