জামালপুরে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল আইনজীবীর

দেশের মধ্যাংশের জেলা জামালপুরে ট্রাকের ধাক্কায় প্রাণ হারালেন গোলাম মোস্তফা আজাদ নামে ৬০ বছর বয়সি এক আইনজীবী। শনিবার রাত ৯টার দিকে বকশীগঞ্জ উপজেলার মালিবাগ মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত গোলাম মোস্তফা আজাদ উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নের দক্ষিণ কামালপুর গ্রামের মৃত সোনা মিয়া চেয়ারম্যানের ছেলে।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল আহাদ খান। তিনি জানান, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, পৌর শহরে ব্যক্তিগত কাজ শেষ করে শহরের উত্তর বাজার এলাকায় নিজ বাসবভনে ফিরছিলেন আইনজীবী আজাদ। তিনি মালিবাগ মোড় এলাকা পার হতে গেলে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামীর একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ ঘটনায় ঘাতক ট্রাকসহ চালক গোলাপ মিয়াকে তাৎক্ষণিক অভিযান চালিয়ে আটক করেছে বকশীগঞ্জ থানা পুলিশ।
(ঢাকাটাইমস/১৪এপ্রিল/এজে)

মন্তব্য করুন