আজ রাতে মাঠে নামছে মুস্তাফিজের চেন্নাই

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ১৪ এপ্রিল ২০২৪, ১১:৪৬

চেন্নাইয়ের হলুদ জার্সিতে এবারের আইপিএলটা ভালোই কাটছে মুস্তাফিজুর রহমানের। চেন্নাইয়ের জয়ে বড় অবদান রাখছেন প্রতি ম্যাচেই। যার ফলে চেন্নাই আছে তুলনামূলক ভালো অবস্থানে। ৫ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের তিন নম্বরে তারা। কলকাতার বিপক্ষে ম্যাচ দিয়ে জয়ে ফেরা দলটি রবিবার (১৪ এপ্রিল) মুখোমুখি হচ্ছে মুম্বাইয়ের ইন্ডিয়ান্সের। ওয়াংখেড়ে স্টেডিয়ামে ম্যাচ শুরু রাত ৮টায়।

মুম্বাইয়ের উইকেট বলছে ওয়াংখেড়েতে কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করবে মুস্তাফিজের জন্য, আলাদা করে বললে পেসারদের জন্য। ওয়াংখেড়েতে মুম্বাই-দিল্লির ম্যাচে রান হয়েছে ৪৩৯। এর চাইতেও বড় বিষয় ফর্মে ফিরেছেন রোহিত শর্মা-ইশান কিষাণ-হার্দিক পান্ডিয়া-সূর্যকুমার যাদবরা। প্রস্তুত ব্যাটে ঝড় তুলতে।

এরসঙ্গে যুক্ত হবে ওয়াংখেড়ের বিশাল নীলের স্রোত। মুম্বাইয়ের হোম ভেন্যু বরাবরই দর্শক সমর্থনে পুষ্ট। বোলারদের স্নায়ুতে চাপ ফেলতে ওয়াংখেড়ের দর্শকদের জুড়ি মেলা ভার। এবারের আসরেও টানা ব্যর্থতায় ঘুরপাক খাচ্ছিল মুম্বাই ইন্ডিয়ান্স। হার্দিক পান্ডিয়ার নেতৃত্বাধীন দলে বিতর্ক আর হারই ছিল সঙ্গী। সেখান থেকে অবশ্য কিছুটা হলেও ঘুরে দাঁড়িয়েছে দলটি। সবশেষ দুই ম্যাচে জয় পেয়েছে ৫ বারের চ্যাম্পিয়নরা। আর মুম্বাইয়ের ঘুরে দাঁড়ানোর মিশনে এক্স-ফ্যাক্টর হয়ে ছিল ঘরের মাঠ ওয়াংখেড়ে।

তবে টুর্নামেন্টে যত সময় যাচ্ছে আরও ক্ষুরধার হচ্ছেন দ্য ফিজ। কলকাতার বিপক্ষে স্লগ ওভারে আন্দ্রে রাসেল-শ্রেয়াস আইয়ারকে বোকা বানিয়েছিলেন টাইগার পেসার। দেখার বিষয় হলো মুম্বাইয়ের বিপক্ষে পুরাতন বলে তাকে কীভাবে ব্যবহার করেন চেন্নাই কাপ্তান ঋতুরাজ গাইকোয়াদ।

প্রথম তিন ম্যাচ হার দিয়ে আসর শুরু করা মুম্বাই শেষ দুই ম্যাচে তুলে নিয়েছে দাপুটে জয়। অন্যদিকে মুস্তাফিজের ফেরার ম্যাচে জয় পেয়েছে চেন্নাইও। তাই তো আভাস মিলছে দুই জায়ান্টের হাড্ডাহাড্ডি লড়াইয়ের।

(ঢাকাটাইমস/১৪এপ্রিল/এনবিডব্লিউ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

ভেজা চোখে চেলসি ছাড়ার ঘোষণা দিলেন থিয়াগো সিলভা

নারী আম্পায়ার বিতর্ক: মুখ খুললেন মুশফিক, রিয়াদ ও সেই নারী আম্পায়ার

ভারতকে নিয়েই চ্যাম্পিয়নস ট্রফির খসড়া সূচি চূড়ান্ত, তিন ভেন্যুতে হবে ম্যাচ

সিরি আতে ইতিহাস: এই প্রথম এক ম্যাচের ৩ রেফারিই নারী

মোনাকোর হারে ফরাসি লিগ ওয়ানের শিরোপা জিতল পিএসজি

১৯৯৯ বিশ্বকাপের মতো জার্সিতে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলবে নিউজিল্যান্ড

যে কারণে পার্পল ক্যাপ পাচ্ছেন না মুস্তাফিজ

জিম্বাবুয়ের বিপক্ষে মুস্তাফিজ-সাকিবের দলে না থাকা নিয়ে যা বললেন নির্বাচক

সবার আগে টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা নিউজিল্যান্ডের

চমক রেখে জিম্বাবুয়ের বিপক্ষে শক্তিশালী দল ঘোষণা বাংলাদেশের

এই বিভাগের সব খবর

শিরোনাম :