বগুড়ার শাজাহানপুর থানায় হামলা, নুরুজ্জামানের ৬ দিনের রিমান্ড

বগুড়া প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৬ এপ্রিল ২০২৪, ১৩:৪৭| আপডেট : ১৬ এপ্রিল ২০২৪, ১৪:১০
অ- অ+

বগুড়ার শাজাহানপুর থানা থেকে হত্যা মামলার আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করতে গিয়ে ওসিসহ পুলিশের ওপর হামলার ঘটনায় মাঝিড়া ইউপি চেয়ারম্যান ও সদ্য পদ হারানো স্বেচ্ছাসেবক লীগ নেতা নুরুজ্জামান নুরুর ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এছাড়া গ্রেপ্তারকৃত অন্য ৮ আসামির ৩ দিনের রিমান্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার দুপুরে আদালত রিমান্ড আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন।

বিষয়টি নিশ্চিত করে বগুড়ার ডিবি পুলিশের ইনচার্জ মুস্তাফিজ হাসান বলেন, গ্রেপ্তারকৃত ৯ আসামির মধ্যে নুরুজ্জামানের বিরুদ্ধে দুটি ভিন্ন মামলায় তিন দিন করে মোট ছয়দিন এবং একটি মামলায় বাকি ৮ আসামির তিন দিন করে রিমান্ড মঞ্জুর হয়েছে। এর মধ্যে সরকারি কাজে বাধা দেওয়া মামলায় নুরুজ্জামানসহ সাদ্দাম হোসেন রবিন, রমজান আলী, সাইদুর রহমান খোকন, বোরহান উদ্দিন, সেরাজুল ইসলাম, আমিনুল ইসলাম, মো. মিতুল ও ওয়াবুজ্জামান রাতুলের তিন দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে। এছাড়া অস্ত্র মামলায় নুরুজ্জামানের আরও তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

ঘটনার দিন নয়জনকে গ্রেপ্তার করা হয়েছিল, এরপর আর কোনো আসামি গ্রেপ্তার হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, পরে বিভিন্ন জায়গায় থেকে আরো তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে শাজাহানপুর থানা পুলিশ দুজনকে এবং আমরা একজনকে গ্রেপ্তার করেছি।

এর আগে ৬ এপ্রিল রাত ৯টার দিকে উপজেলার আড়িয়া বাজারে অভিযান চালিয়ে হত্যাসহ একাধিক মামলার আসামি আড়িয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মিঠুনকে গ্রেপ্তার করে পুলিশ। রাত ১০টায় গ্রেপ্তারকৃত আসামিকে ছিনিয়ে নিতে মাঝিড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুজ্জামান ও তার বাহিনী শাজাহানপুর থানায় প্রবেশ করে তাণ্ডব চালায়। খবর পেয়ে শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম থানায় এলে নুরুজ্জামান ও তার বাহিনী সিঁড়িতে বসে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। সেসময় পুলিশের ওপর অতর্কিত হামলা চালিয়ে থানা থেকে বের হয়ে যায় তারা। কিছুক্ষণ পরে নুরুজ্জামান লোকজন নিয়ে মহাসড়কে অবস্থান নেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে তারা সংঘবদ্ধ হয়ে আবারও আক্রমণের চেষ্টা করে। এ সময় ৯ জনকে আটক করা হয়। পরে অভিযান চালিয়ে নুরুর বাড়ি থেকে ৭ রাউন্ড গুলিসহ একটি পিস্তল এবং নুরুর ম্যানেজার নাজমুলের বাড়ি থেকে ৮ রাউন্ড গুলিসহ আরও একটি পিস্তল উদ্ধার করা হয়। এছাড়াও ৩৬টি মোটরসাইকেল জব্দ করা হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ৪৫ জনের বিরুদ্ধে দুটি মামলা দায়ের করে।

(ঢাকা টাইমস/১৬এপ্রিল/প্রতিনিধি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পল্লীবন্ধু এরশাদ চিরকাল মানুষের হৃদয়ে কণক প্রদীপ হয়ে জ্বলবেন
চাঁদা না দেওয়ায় পল্লবীতে ব্যবসা প্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলা, গুলিবর্ষণ: গ্রেপ্তার ৩
ছন্দে ফিরলেন লিটন, সমতায় ফিরল টাইগাররা
১২ দিনে রেমিট্যান্স এলো ১০৭ কোটি মার্কিন ডলার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা