টিকিট ছাড়া পার্কে ঢোকায় কান ধরতে হলো পাঁচ শিশুর

শরীয়তপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৬ এপ্রিল ২০২৪, ১৮:৪২| আপডেট : ১৬ এপ্রিল ২০২৪, ১৮:৪৫
অ- অ+

দেয়াল টপকে টিকিট ছাড়াই শিল্পকলা সংলগ্ন মাঠে জেলা প্রশাসনের উদ্যোগে করা শরীয়তপুর পার্কে ঢুকার অপরাধে পাঁচ শিশুকে কান ধরিয়ে রাখলেন শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাইন উদ্দিন।

সোমবার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাইন উদ্দিনের নির্দেশ ও উপস্থিতিতে আটক শিশুদের কান ধরিয়ে দাঁড় করিয়ে শাস্তি দেওয়া হয় বলে অভিযোগ উঠেছে।

শিশুদের কান ধরে দাঁড় করিয়ে রাখার ছবি ও ভিডিও করেন পার্কে আসা দর্শনার্থীরা। এসব ছবি ও ভিডিওতে ইউএনওকে দেখা গেছে।

এ বিষয়ে জানতে চাইলে সোমবার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাইন উদ্দিন বলেন, শিশুদের কান ধরিয়ে রাখার বিষয়টি আমার জানা নেই। কয়েক শিশু দেয়াল টপকে পার্কে ঢুকেছিল। পাশে যারা ছিলেন, তারা তাদের ধরে এনেছেন। ওরা দাঁড়িয়েছিল, ভয়ে হয়তো কানে হাত দিয়েছে। তবে আমি তাদের (শিশুদের) বলেছি, দেয়াল টপকে পার্কে প্রবেশ করা অপরাধ। এটা চুরির সমান অপরাধ। তোমরা আর কখনো এ কাজ করবে না। সৎ ও ভালো মানুষ হয়ে জীবনযাপন করবে। এমন লেসন (শিক্ষা) দিয়ে আমি তাদের ছেড়ে দিয়েছি। দুই শিশুকে দেড় ঘণ্টা আটকে রাখার ঘটনাটি আমার জানা নেই।

এর আগে ঈদুল ফিতরের দিন এ শরীয়তপুর পার্ক উদ্বোধন করা হয়।

(ঢাকাটাইমস/১৬ এপ্রিল/প্রতিনিধি/এসএ))

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত
অপারেশন ডেভিল হান্ট: লোহাগাড়ায় সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
২৪ ঘণ্টায় সারা দেশে গ্রেপ্তার ১৫২১
অপারেশন ডেভিল হান্ট: সাতক্ষীরায় বনদস্যুদের দুই সহযোগী আটক
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা