মাদারীপুরে পৃথক বজ্রপাতে দুজনের মৃত্যু

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৬ এপ্রিল ২০২৪, ২০:০৯| আপডেট : ১৬ এপ্রিল ২০২৪, ২০:৪৫
অ- অ+

মাদারীপুরের শিবচর উপজেলায় পৃথক স্থানে বজ্রপাতে দুজনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার বিকাল ৫টার দিকে উপজেলার বহেরাতলা উত্তর ইউনিয়নের সোতারপার নামক স্থানে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সোতারপার এলাকার আকমল ঢালীর স্ত্রী শারমিন আক্তার (৩৫) এবং শেখপুর এলাকার জেলাউদ্দিন মুন্সীর ছেলে মো. রাশেদ মুন্সী (২৫)।

স্থানীয় পুলিশ সূত্রে জানা যায়, বিকালের দিকে ঝোড়ো বাতাস ও বৃষ্টি শুরু হয়। একই সঙ্গে বজ্রপাতও হতে থাকে। এসময় বহেরাতলা উত্তর ইউনিয়নের সোতারপার এলাকার আকমল ঢালীর স্ত্রী শারমিন আক্তার রান্নাঘর থেকে বসতঘরে যাওয়ার সময় উঠানোর ওপর বজ্রাঘাতে ঘটনাস্থলেই মারা যান। অন্যদিকে ফসলের খেতে কাজ করার সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই বাঁশকান্দি ইউনিয়নের শেখপুর এলাকার মো. রাশেদ নামে এক যুবকের মৃত্যু হয়। শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন, পৃথক স্থানে বজ্রপাতে দুজনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত হয়েছি। ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ চলছে।

(ঢাকা টাইমস/১৬এপ্রিল/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গোপালগঞ্জে সমাবেশ শেষে এনসিপির পদযাত্রায় হামলা, পুলিশ সুপারের কার্যালয়ে আশ্রয় নিলেন নেতারা
বাংলামোটরে এনসিপি কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপ
গোপালগঞ্জে এনসিপির সমাবেশস্থলে ছাত্রলীগের হামলা, ককটেল বিস্ফোরণ
মিটফোর্ডে সোহাগ হত্যা: মামলার এজাহার থেকে পাঁচজনের নাম বাদ দেয় কে? জানালেন ডিএমপি কমিশনার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা