বাংলাদেশের নতুন স্পিন কোচ কিংবদন্তি মুশতাক আহমেদ

ক্রীড়া প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৬ এপ্রিল ২০২৪, ২০:৪৪
অ- অ+

বাংলাদেশের নতুন স্পিন বোলিং কোচ হিসেবে দায়িত্ব নিতে চলেছেন পাকিস্তানের কিংবদন্তি লেগ স্পিনার গ্রেট মুশতাক আহমেদ। আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত তার সঙ্গে চুক্তি করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি।

সামনের জিম্বাবুয়ে সিরিজের আগেই প্রস্তুতি ক্যাম্পে দলের সঙ্গে যোগ দেবেন মুশতাক। তবে চুক্তি হলেও স্থায়ী কোচ হিসেবে তাকে পাওয়ার বিষয় এখনো নিশ্চিত নয়। আপাতত সামনের টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্তই চুক্তি হয়ছে।

স্পিন বোলিং কোচ হিসেবে দারুণ অভিজ্ঞতা সঞ্চয় করেছেন মুশতাক আহমেদ। ২০০৮-২০১৪ সাল পর্যন্ত ইংল্যান্ড জাতীয় দলের স্পিন বোলিং কোচের দায়িত্ব পালন করেছেন তিনি। ২০১৮-১৯ মৌসুম পর্যন্ত ছিলেন ওয়েস্ট ইন্ডিজ দলের সঙ্গে। এছাড়া নিজ দেশ পাকিস্তান দলের দায়িত্বে ছিলেন ২০২০-২২ সাল পর্যন্ত। আরেক দফায় পাকিস্তান দলের স্পিন বোলিং পরামর্শকও ছিলেন দুই বছর।

পাকিস্তানের ১৯৯২ বিশ্বকাপ জয়ের নায়কদের একজন মুশতাক। খেলোয়াড়ি জীবনে সফল এই লেগ স্পিনার ৫২ টেস্ট খেলে ১৮৫ উইকেট নিয়েছেন। ১৪৪ ওয়ানডে খেলে নিয়েছেন ১৬১ উইকেট।

জাতীয় দলে ক্যারিয়ের শেষ সময়টা ভালো না কাটলেও কাউন্টি ক্রিকেটে অসাধারণ পারফরম্যান্স করে গেছেন মৌসুমের পর মৌসুম। প্রথম শ্রেণির ক্রিকেটে ৩০৯ ম্যাচ খেলে তার উইকেট ১ হাজার ৪০৭টি। ইনিংসে চার উইকেট নিয়েছেন ১০৪ বার, ম্যাচে ১০ উইকেট ৩২ বার।

খেলা ছাড়ার পর কোচ হিসেবেও দ্রুতই বিশ্ব ক্রিকেটে সমাদৃত হতে থাকেন মুশতাক। ২০০৮ সালে ইংল্যান্ডের স্পিন বোলিং কোচের দায়িত্ব নেন। দায়িত্ব পালন করেন টানা ৬ বছর। এছাড়াও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে নানা দলের পালন করেছেন স্পিন কোচ ও পরামর্শকের দায়িত্ব।

৫৩ বছর বয়সী সাবেক এই ক্রিকেটার তার নতুন ভূমিকা নিয়ে উচ্ছ্বসিত প্রতিক্রিয়া জানিয়েছেন। বিসিবির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়— মুশতাক আহমেদ বলেন, ‘স্পিন বোলিং কোচ হিসেবে বাংলাদেশ ক্রিকেট দলের অংশ হতে পারা আমার জন্য বড় সম্মানের। দায়িত্বটি নিতে মুখিয়ে আছি আমি এবং নিজের অভিজ্ঞতা ভাগাভাগি করে নিতে চাই ক্রিকেটারদের সঙ্গে, কারণ ওদেরকে খুব সহজেই কোচিং করানো যায় এবং সবসময়ই বিশ্বাস করেছি, ওরা বিশ্বের সবচেয়ে বিপজ্জনক দলগুলির একটি।’

মুশতাক আহমেদ বলেন, ‘ওরা যে কোনো দলকে হারিয়ে দিতে পারে, কারণ সেই সামর্থ্য, রসদ ও প্রতিভা ওদের আছে। এই বিশ্বাসটা ওদের মধ্যে গেঁথে দেওয়ার চেষ্টা করব আমি। এই দলের সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে আমি রোমাঞ্চিত।’

যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে আগামী ১ জুন থেকে টি-২০ বিশ্বকাপের আসর বসবে। ওই টুর্নামেন্ট পর্যন্ত বাংলাদেশ দলের সঙ্গে কাজ করতে সম্মত হয়েছেন তিনি। এর আগে জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে আগামী ৩ মে। এই সিরিজেই হবে তার প্রথম পরীক্ষা।

(ঢাকাটাইমস/১৬এপ্রিল/এসআইএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কাতারের বিনিয়োগকারীদের জন্য বিশেষ অর্থনৈতিক অঞ্চল করার প্রস্তাব প্রধান উপদেষ্টার
বিএনপির ওপর নির্যাতনের প্রতিশোধ হবে ৩১ দফা বাস্তবায়ন: তারেক রহমান
পাকিস্তানের সঙ্গে সিন্ধু পানি বণ্টন চুক্তি ও বিশেষ ভিসা সুবিধা বাতিল করল ভারত
আনিসুল হকের বান্ধবী তৌফিকা করিমের ৩৮টি ব্যাংক হিসাব জব্দ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা