মির্জাপুরে অবৈধভাবে মাটি বিক্রির অপরাধে জেল-জরিমানা

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৭ এপ্রিল ২০২৪, ১৫:৫৭| আপডেট : ১৭ এপ্রিল ২০২৪, ১৬:০০
অ- অ+

টাঙ্গাইলের মির্জাপুরে খননযন্ত্র দিয়ে অবৈধভাবে মাটি কাটার অপরাধে উহাব (৩৫) নামে এক ব্যক্তিকে এক মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। একই অপরাধে আরও দুই ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তাদেরকে জেল ও জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদুর রহমান।

কারাদণ্ডপ্রাপ্ত উহাব জেলার বাসাইল উপজেলার যোতকী গ্রামের ইসমাইল হোসেনের ছেলে। জরিমানা গোনা আমির হামজা জেলার ভূয়াপুর উপজেলার বাগবাড়ি গ্রামের মিনহাজ উদ্দিনের ছেলে এবং ওহাব আলী একই উপজেলার দোবাইয়া গ্রামের নূর মোহাম্মদের ছেলে।

জানা গেছে, কারাদণ্ডপ্রাপ্ত উহাব উপজেলার আজগানা এলাকায় অবৈধভাবে খননযন্ত্র দিয়ে মাটি কেটে ট্রাকযোগে বিক্রি করে আসছিল। খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে তাকে আটক করে। অপর দিকে উপজেলার গোড়াই পালপাড়া এলাকার বংশাই নদী থেকে অবৈধভাবে মাটি কাটার অপরাধে আমির হামজা ও ওহাব আলীকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে উহাবকে একমাসের বিনাশ্রম কারাদণ্ড ও মিনহাজ উদ্দিন ও ওহাব আলীকে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়।

জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. মাসুদুর রহমান।

(ঢাকাটাইমস/১৭এপ্রিল/প্রতিনিধি/পিএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের ১২১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন
কেউ যেন ভোটের অধিকার কুক্ষিত করার ষড়যন্ত্র করতে না পারে: তারেক রহমান 
আকাশপথ খুলে দিয়েছে পাকিস্তান
বিএনপির তারুণ্যের সমাবেশে অতিথির আসনে তামিম ইকবাল
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা