চাঁদপুরে সাবেক ইউপি সদস্যকে হত্যার ঘটনায় মামলা

চাঁদপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ১৭ এপ্রিল ২০২৪, ২০:৫৯

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফরাজিকান্দি ইউনিয়নের মাইজকান্দি গ্রামে সালিশী বৈঠকে কিল-ঘুষি মেরে সাবেক ইউপি সদস্য সুরুজ আলী প্রধানকে হত্যার ঘটনায় থানায় মামলা করা হয়েছে।

বুধবার সকালে নিহতের স্ত্রী নুরজাহান বেগম মতলব উত্তর থানায় মামলাটি দায়ের করেছেন।

মাইজকান্দি গ্রামের পাটওয়ারী বাড়ির রহমত উল্লাহ পাটওয়ারীর ছেলে কবির হোসেনকে মামলায় আসামি করা হয়েছে।

বিকালে মামলার বিষয়টি নিশ্চিত করেন মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদ হোসেন।

এর আগে মঙ্গলবার (১৬ এপ্রিল) দুপুরে ওই গ্রামের পাটওয়ারী বাড়িতে সালিশ করতে গিয়ে অভিযুক্তের কিল- ঘুসিতে গুরুতর আহত হন সুরুজ আলী। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর পরই অভিযুক্ত কবির হোসেন ও তার পরিবারের সদস্যরা পালিয়ে গেছে।

নিহত সাবেক ইউপি সদস্য সুরুজ আলীর ভাগিনা সামিউল জানান, তার মামার কোনো সন্তান নেই। মামার মৃত্যুর পরে মামির দেখাশুনার আর কেউ রইল না।

সুরুজ আলীর স্ত্রী নুরজাহান বেগম বলেন, সালিশ বৈঠকে না যাওয়ার জন্য আমি কয়েকবার বলেছি। কবিরের স্বজনরা ডেকে নিয়ে আমার স্বামীকে হত্যা করেছে। আমি এই হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক বিচার চাই। মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদ হোসেন বলেন, মামলায় কবির হোসেন নামে একজনকে আসামি করা হয়েছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

(ঢাকাটাইমস/১৭এপ্রিল/প্রতিনিধি/পিএস)

সংবাদটি শেয়ার করুন

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

সারাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :