প্রাণ বাঁচাতে বিজিপির আরও ১১ সদস্যের প্রবেশ, মোট ২৮৫ জন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২০ এপ্রিল ২০২৪, ০০:০৮
অ- অ+
বাংলাদেশের প্রবেশের পর বিজিবি সদস্যদের নিরস্ত্রীকরণ করা হয়, ফাইল ছবি

মিয়ানমারে জান্তা বাহিনীর সঙ্গে বিদ্রোহীদের নতুন করে তুমুল সংঘর্ষ চলছে। এতে জীবন বাঁচাতে সীমান্ত দিয়ে দেশটির আরও ১১ জন বিজিপি (বর্ডার গার্ড পুলিশ) সদস্য বাংলাদেশে প্রবেশ করেছে।

শুক্রবার সন্ধ্যার পর তারা প্রবেশ করে। এ নিয়ে বর্তমানে বাংলাদেশে ২৮৫ জন বিজিপি সদস্য অবস্থান করছেন।

রাতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদরদপ্তর থেকে এ তথ্য জানানো হয়েছে।

বিজিবি বলছে, পাশ্ববর্তী দেশটিতে নতুন করে সংঘর্ষ চলছে। এতে প্রাণ বাঁচাতে জান্তা বাহিনীর সদস্যরা বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করছেন। বৃহস্পতিবার রাতে ১৩ জন প্রবেশ করেন। বিজিবি তাদেরকে নিরস্ত্রীকরণ শেষে আশ্রয় দিয়েছে। এরপর শুক্রবার রাতে আরও ১১জন প্রবেশ করেন। তাদের মধ্যে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের ঝিমংখালী দিয়ে তিনজন এবং হাতিমারাঝিরি দিয়ে ৮ জন আসেন। বর্তমানে ২৮৫ জন বিজিপি সদস্য বাংলাদশের আশ্রয়ে আছেন।

এর আগে চলতি বছরের শুরুতে ৩৩০ জন বিজিপি সদস্য ও তাদের পরিবারের সদস্যরা দেশের অভ্যন্তরে প্রবেশ করে। তাদেরকে বিজিবি আশ্রয় দেয়। পরে ১৫ ফেব্রুয়ারি দেশটি কক্সবাজার নৌ-সীমান্ত দিয়ে তাদেরকে ফেরত নেয়। এরপর নতুন করে প্রাণ বাঁচাতে আরও ২৮৫ জন বিজিপি সদস্য দেশে প্রবেশ করল।

(ঢাকাটাইমস/২০এপ্রিল/এসএস/এসআইএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ওয়ারীতে বিপুল দেশি-বিদেশি জাল নোটসহ গ্রেপ্তার দুই, সরঞ্জাম উদ্ধার
সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের ছেলে রাহাত ও উপসচিব দিদারুলের দেশত্যাগে নিষেধাজ্ঞা
জামালপুরে ইউপি সদস্যসহ দুজন গ্রেপ্তার
দুই আন্দোলনের মধ্যে সরকারের উপদেষ্টারা বিভাজনরেখা তৈরি করছে: রিজভী 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা