উপজেলা নির্বাচনের সময় আ.লীগের সব ধরনের কমিটি গঠন বন্ধ থাকবে: কাদের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২০ এপ্রিল ২০২৪, ১৩:৩৯| আপডেট : ২০ এপ্রিল ২০২৪, ১৬:৫৬
অ- অ+

সামনে উপজেলা পর্যায়ের প্রথম ধাপের নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচন চলাকালে সারাদেশে জেলা-উপজেলায় আওয়ামী লীগের কোনো ধরনের কমিটি গঠন ও সম্মেলন করা যাবে না বলে জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি বলেন, উপজেলা নির্বাচনের সময় আওয়ামী লীগের উপজেলা বা জেলা পর্যায়ে সম্মেলন ও কমিটি গঠন প্রক্রিয়া বন্ধ থাকবে।

শনিবার ধানমন্ডি আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

ওবায়দুল কাদের বলেন, উপজেলা নির্বাচনে প্রার্থী হওয়া এমপি-মন্ত্রীর স্বজনদের তালিকা করা হচ্ছে। পরবর্তী ধাপে যারা নতুন করে উপজেলা নির্বাচনে প্রার্থী হবেন তাদের তালিকাও করা হবে।

বিএনপির সমালোচনা করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, জনগণের দল হিসেবে বিএনপি তার গ্রহণযোগ্যতা হারিয়েছে, তারা জনগণের কাছে না গিয়ে বিদেশিদের কাছে গিয়ে দেশের বিরুদ্ধে নালিশ করছে। সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করে যাচ্ছে বিএনপি।

তিনি বলেন, সরকারের সাংবিধানিক ধারাবাহিকতার কারণে অবৈধভাবে ক্ষমতা দখল কারো পক্ষে সম্ভব হয়নি। আওয়ামী লীগের ধারাবাহিক ক্ষমতার কারণে দেশের উন্নয়নের ধারা অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

ওবায়দুল কাদের বলেন, স্থানীয় নির্বাচনে এমপি-মন্ত্রীদের আত্মীয়স্বজনদের নির্বাচন থেকে সরে দাঁড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। আগামীতে এ বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি।

উপজেলা নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২২ এপ্রিল। এখনো এমপি-মন্ত্রীর স্বজনরা মাঠে। এতে আওয়ামী লীগের নির্দেশনা উপেক্ষিত হচ্ছে কি না? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, এখনো প্রত্যাহারের দিন বাকি আছে। শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে। প্রত্যাহারের শেষদিন বলা যাবে কারা নির্দেশনা মানছে না।

এ সময় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কামরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, এসএম কামাল হোসেন, সুজিত রায় নন্দী, প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপ, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া ও উপদপ্তর সম্পাদক সায়েম খান উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/২০এপ্রিল/জেএ/পিএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কাতারের বিনিয়োগকারীদের জন্য বিশেষ অর্থনৈতিক অঞ্চল করার প্রস্তাব প্রধান উপদেষ্টার
বিএনপির ওপর নির্যাতনের প্রতিশোধ হবে ৩১ দফা বাস্তবায়ন: তারেক রহমান
পাকিস্তানের সঙ্গে সিন্ধু পানি বণ্টন চুক্তি ও বিশেষ ভিসা সুবিধা বাতিল করল ভারত
আনিসুল হকের বান্ধবী তৌফিকা করিমের ৩৮টি ব্যাংক হিসাব জব্দ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা