হাজারীবাগে নির্মাণাধীন ভবন থেকে পড়ে রড মিস্ত্রির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ২০ এপ্রিল ২০২৪, ১৭:৫১

রাজধানীর হাজারীবাগে নির্মাণাধীন একটি দশ তলা ভবনে কাজ করার সময় অসাবধানতাবশত নিচে পড়ে এক রড মিস্ত্রির মৃত্যু হয়েছে। মৃত ওই শ্রমিকের নাম মো. রফিক।

শনিবার দুপুর দেড়টার দিকে হাজারীবাগ বাইতুল মহরম মসজিদের পাশে একটি নির্মাণাধীন দশতলা ভবনে দুর্ঘটনাটি ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে দুপুর আড়াইটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোঃ বাচ্চু মিয়া বলেন, মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

হাসপাতালে নিয়ে আসা সহকর্মী মো. শাহীন বলেন, রফিক পেশায় রড মিস্ত্রি, নির্মাণাধীন দশ তলা ভবনের দশ তলায় ঢালাই সিট খোলার সময় অসাবধানতাবশত ওপর থেকে ছয় তালার সেফটি টিনের উপর পড়ে টিন ভেঙ্গে নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হয়। পরে হাসপাতালে আনা হলে তাকে মৃত ঘোষণা করা হয়।

তিনি জানান, মৃত রফিক ভোলা তমিজউদ্দীন উপজেলার বাসিন্দা। বর্তমান মোহাম্মদপুর চাঁদ উদ্যান পরিবার নিয়ে ভাড়া বাসায় থাকতেন। তিন মেয়ের জনক ছিলেন তিনি।

(ঢাকাটাইমস/২০এপ্রিল/এলএম/এমআর)

সংবাদটি শেয়ার করুন

রাজধানী বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :