রাজনগর উপজেলা নির্বাচনে ১৩ জনের মনোনয়নপত্র দাখিল

নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
  প্রকাশিত : ২১ এপ্রিল ২০২৪, ২১:৩২
অ- অ+

আসন্ন রাজনগর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিয়েছে ১৩ জন প্রার্থী। এরমধ্যে চেয়ারম্যান পদে চারজন, ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে পাঁচজন ও ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে চারজন মনোনয়নপত্র অনলাইনে দাখিল করেছেন।

রবিবার বিকাল চারটায় মনোনয়নপত্র জমার শেষ দিন ছিল।

চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেন রাজনগর উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান ও ছাত্রলীগের সাবেক সভাপতি মো. শাহজাহান খাঁন, সাবেক উপজেলা ভাইস-চেয়ারম্যান আহমদ বিলাল, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নজমুল হক ও জেলা পরিষদের সাবেক সদস্য রওনক আহমেদ।

ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে মনোনয়ন জমা দেন রাজনগর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. আব্দুল কাদির ফৌজি, মো. আব্দুল হাকিম, মহিম দে, সঞ্জয় দেব নাথ ও জবলু তালুকদার।

ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে মনোনয়ন জমা দিয়েছেন উপজেলা পরিষদের বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান মুক্তি চক্রবর্তী, সুমাইয়া সুমি, লুৎফুল নাহার ও মোছাম্মৎ ডলি বেগম।

তফশিল অনুযায়ী, যাচাই বাছাই ২৩ এপ্রিল, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ৩০ এপ্রিল ও ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ২১মে।

(ঢাকাটাইমস/২১এপ্রিল/প্রতিনিধি/পিএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দেশের ক্রীড়াঙ্গনে ফ্যাসিবাদের দোসররা বহাল তবিয়তে বসে আছে: আমিনুল হক
ঢাকা আন্তর্জাতিক ম্যারাথন শনিবার, অংশ নেবেন ১০ হাজার দৌড়বিদ
সাবেক রাষ্ট্রপতি হামিদের ভাতিজার বিলাসবহুল রিসোর্টে আগুন
শেখ হাসিনার বক্তব্যে ভারতের কোনো ভূমিকা নেই: জয়সওয়াল
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা