মৌলভীবাজার সদর উপজেলায় ৮ প্রার্থীর মনোনয়নপত্র জমা
মৌলভীবাজারের সদর উপজেলা পরিষদ নির্বাচনে মোট ৮জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। তাদের মধ্যে চেয়ারম্যান পদে দুইজন, ভাইস চেয়ারম্যান পদে ৫ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে একজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
নির্বাচন কমিশনের ঘোষিত তফশিল অনুযায়ী দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র জমাদানের শেষ সময় ছিল রবিবার বিকাল ৪টা পর্যন্ত। এছাড়া আগামী ২৩ এপ্রিল যাচাই-বাছাই, প্রতীক বরাদ্দ ২রা মে এবং ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২১ মে।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন, বর্তমান উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মো. কামাল হোসেন ও ১১নং মোস্তফাপুর ইউনিয়ন পরিষদের সদ্য পদত্যাগকারী চেয়ারম্যান মো. তাজুল ইসলাম তাজ।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান মোছাম্মৎ শাহীনা রহমান।
ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিয়েছেন, অমিত হাসান সাজু, আব্দুল আজিজ, আমিরুল হোসেন চৌধুরী, মো. তুষার আহমদ, সিতার আহমদ।
(ঢাকাটাইমস/২১এপ্রিল/প্রতিনিধি/পিএস)
মন্তব্য করুন