‘সর্বজনীন পেনশন স্কিমের বিপ্লব ঘটবে কেরানীগঞ্জে’

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৩ এপ্রিল ২০২৪, ১৯:৩৫
অ- অ+

ঢাকার কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু রিয়াদ বলেছেন, কেরানীগঞ্জে সর্বজনীন পেনশন স্কিমে বিপ্লব ঘটাতে সবাইকে এ পেনশন স্কিমের আওতায় আসতে হবে। এবারের প্রতিপাদ্য ‘সুখে ভরবে আগামী দিন, পেনশন এখন সর্বজনীন’ এই শ্লোগানকে সামনে রেখে সর্বজনীন পেনশন স্কিমে ১৮ থেকে ৫০ বছর বয়সী সকল বাংলাদেশি নাগরিক অংশ নিতে পারবেন। তবে, বিশেষ বিবেচনায় পঞ্চাশোর্ধ নাগরিকগণও ১০ বছর নিরবচ্ছিন্ন চাঁদা প্রদান করলে আজীবন পেনশন সুবিধা পাবেন। সরকার সাধারণ মানুষের সেবা দিতে বদ্ধপরিকর।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টায়

কেরানীগঞ্জ উপজেলা সভাকক্ষে এক আলোচনা সভায় সবাইকে সর্বজনীন পেনশন স্কীমে হিসাব খোলার আহ্বান জানান।

তিনি বলেন, আমরা ইতোমধ্যে কেরানীগঞ্জে সরকারি ও বেসরকারি সোনালী, অগ্রনী, সিটি ও ব্র‍্যাকসহ মোট চারটি ব্যাংকে এ কার্যক্রম চালু হয়েছে। প্রতিটি এলাকায় সাধারণ মানুষকে এ স্কীমের বিষয় সুবিধা ও লাভবান হওয়ার বিষয় বুঝাতে ব্যাপক জনসচেতনতা মূলক আলোচনা বিষয় তুলে ধরেন এবং সরকারের পেনশন স্কিমের নানা দিক ও ব্যাপক সাড়াজোগাবে বলে আশা ব্যক্ত করেন।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন- রুহিতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল আলী, আগানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাহাঙ্গীর শাহ খুশি, বিভিন্ন ব্যাংক কর্মকর্তা ও ডিজিটাল উদ্যাক্তাগণ।

(ঢাকা টাইমস/২৩এপ্রিল/প্রতিনিধি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মুন্সীগঞ্জে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড: দলিল লেখকপট্টিতে পুড়ে ছাই ২০ দোকান
আজ রাত আড়াইটায় নারী ফুটবল দলকে সংবর্ধনা দেবে বাফুফে
ঢাকা বিভাগের ৫৬টি আসনে খেলাফত মজলিসের প্রার্থীদের নাম ঘোষণা
ইলন মাস্ক 'আমেরিকা পার্টি' গঠনের ঘোষণা দিলেন, ট্রাম্পের সঙ্গে সম্পর্কের ভাঙন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা