শ্রীপুরে কেন্দ্রে গিয়ে ভোট দিলেন ৮০ বছরে করিম নেছা

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে গাজীপুরের শ্রীপুরে কেন্দ্রে গিয়ে ভোট দিলেন ৮০ বছর বয়সী করিম নেছা।
মঙ্গলবার দুপুর ১টার দিকে উপজেলার শ্রীপুর পাইলট উচ্চবিদ্যালয় কেন্দ্রে তিনি ভোটাধিকার প্রয়োগ করেন।
করিম নেছার ছেলে আসাদ মিয়া বলেন, আমার মা সকাল থেকেই ভোট দিতে আমাকে বলে আসছে শেষ বয়সে তিনি উপজেলা নির্বাচনে ভোট দিবেন। তাই তাকে হাতে ধরে নিয়ে ভোট দিয়ে এসেছি।
শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা শোভন রাংসা জানান, শ্রীপুর উপজেলায় মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৯৬ হাজার ৮৯৬ জন। এর মধ্য পুরুষ ভোটার ১ লাখ ৯৭ হাজার ৭১৬ জন এবং মহিলা ভোটার ১ লাখ ৯৯ হাজার ১৭৪ জন। হিজড়া ৬ জন। মোট ভোটকেন্দ্র ১৪৮ টি। চেয়ারম্যান প্রার্থী তিন, পুরুষ ভাইস চেয়ারম্যান প্রার্থী ৯ ও মহিলা ভাইস চেয়ারম্যান ৭ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
(ঢাকা টাইমস/২১মে/প্রতিনিধি/এসএ)

মন্তব্য করুন