শ্রীপুরে কেন্দ্রে গিয়ে ভোট দিলেন ৮০ বছরে করিম নেছা 

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২১ মে ২০২৪, ১৫:৩১
অ- অ+

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে গাজীপুরের শ্রীপুরে কেন্দ্রে গিয়ে ভোট দিলেন ৮০ বছর বয়সী করিম নেছা।

মঙ্গলবার দুপুর ১টার দিকে উপজেলার শ্রীপুর পাইলট উচ্চবিদ্যালয় কেন্দ্রে তিনি ভোটাধিকার প্রয়োগ করেন।

করিম নেছা শ্রীপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের মো. আউশি মিয়ার স্ত্রী।

করিম নেছার ছেলে আসাদ মিয়া বলেন, আমার মা সকাল থেকেই ভোট দিতে আমাকে বলে আসছে শেষ বয়সে তিনি উপজেলা নির্বাচনে ভোট দিবেন। তাই তাকে হাতে ধরে নিয়ে ভোট দিয়ে এসেছি।

শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা শোভন রাংসা জানান, শ্রীপুর উপজেলায় মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৯৬ হাজার ৮৯৬ জন। এর মধ্য পুরুষ ভোটার ১ লাখ ৯৭ হাজার ৭১৬ জন এবং মহিলা ভোটার ১ লাখ ৯৯ হাজার ১৭৪ জন। হিজড়া ৬ জন। মোট ভোটকেন্দ্র ১৪৮ টি। চেয়ারম্যান প্রার্থী তিন, পুরুষ ভাইস চেয়ারম্যান প্রার্থী ৯ ও মহিলা ভাইস চেয়ারম্যান ৭ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

(ঢাকা টাইমস/২১মে/প্রতিনিধি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আহমেদাবাদ বিমান দুর্ঘটনার আরও যেসব কারণ সামনে আসছে
আহমেদাবাদ বিমান দুর্ঘটনা: নিহত বেড়ে ২৯১
মুরাদনগরে ট্রাফিক লাইনম্যানকে পিটিয়ে যখম করল এনসিপি নেতারা
নিষেধাজ্ঞার পর জেলের জালে ধরা পড়লো ৪৩ মণ ইলিশ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা