কলকাতায় খুন হয়েছেন এমপি আনার, তিনজন বাংলাদেশে গ্রেপ্তার: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২২ মে ২০২৪, ১৩:৫৮| আপডেট : ২২ মে ২০২৪, ১৪:১১
অ- অ+

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন, কলকাতার নিউটাউনের একটি ফ্ল্যাটে নৃশংসভাবে খুন করা হয়েছে ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারকে। কলকাতা পুলিশের বরাতে বুধবার দুপুরে নিজ বাসভবনে সাংবাদিকদের এসব তথ্য জানান মন্ত্রী।

তিনি বলেন, ‘এমপি আনার হত্যার ঘটনায় আমাদের পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে। ভারতীয় পুলিশ আমাদের সহায়তা করছে।’

তার মরদেহ উদ্ধার করা হয়েছে কি না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘আমাদের কাছে যেসব তথ্য আছে তা এখনই প্রকাশ করছি না। তদন্তের স্বার্থে এখনই অনেক কিছু বলবো না। পরে সব কিছু আপনাদের জানাবো।’

তিনি বলেন, ‘কোথায় খুন হয়েছেন, কে কে খুন করেছে, কেন খুন করেছে, কোন ধরনের অস্ত্র দিয়ে খুন করা হয়েছে সব বলব। তবে মরদেহ এখনো আমাদের হাতে আসেনি। যতটুকু খবর পাচ্ছি সেই অনুযায়ী আমরা তদন্ত করছি।’

যে তিনজন আটক হয়েছেন তারা এখন কোথায় আছেন জানতে চাইলে আসাদুজ্জামান খান বলেন, ‘তারা বর্তমানে আমাদের হেফাজতে আছেন। তাদের পরিচয় এখনই বলছি না। তদন্তের পর সব বলব। যারা খুনে জড়িত তাদের কী কী উদ্দেশ্য ছিল সব প্রকাশ করব।’

সংবাদ ব্রিফিংয়ে মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান, ডিবিপ্রধান হারুন অর রশীদ।

ঢাকাটাইমস/২২মে/এসএস/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আগামী নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা পাবে: আমিনুল হক
চাঁদপুরে হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড
রূপালী ব্যাংকের সিনিয়র ম্যানেজমেন্ট টিমের সভা অনুষ্ঠিত
আবারো ‘গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড’ পেল ওয়ালটন হাই-টেক
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা