ভারত থেকে অবৈধ পথে ফেরার সময় ৮ বাংলাদেশি আটক

বেনাপোল (যশোর) প্রতিনিধি, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ২২ মে ২০২৪, ১৫:৫৫

ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে আসার সময় যশোরের বেনাপোলের রঘুনাথপুর সীমান্ত থেকে ৮ বাংলাদেশি নারী-পুরুষ ও শিশুকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। এদের মধ্যে চারজন পুরুষ, তিনজন নারী ও এক শিশু।

বুধবার সকালে সীমান্তের ১ নম্বর ঘিবা গ্রামের একটি মাঠ থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, যশোরের মনিরামপুর থানার সাতামপুর গ্রামের মকবুল মোড়লের মেয়ে রেহেনা খাতুন (২৬), নড়াইল কালিয়া থানার আমবাড়ি গ্রামের মিঠুন শেখ (৪০), স্ত্রী আসমা খাতুন (৩৫) ও তাদের দুই ছেলে আরিফ (১৭) ও মুন্না (১৫) এবং খুলনার তেরখাদা থানার পানতিতা গ্রামের সোবহান খান (৪০) স্ত্রী সেলি খাতুন (৩০) ও তাদের ছেলে সাইফুল খান (৮)।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধীনস্থ রঘুনাথপুর ক্যাম্পের হাবিলদার অহিদুজ্জামান জানান, গোপন সংবাদে সকালে তারা জানতে পারেন ভারত থেকে ৮ বাংলাদেশি রঘুনাথপুর সীমান্ত দিয়ে অবৈধ পথে বাংলাদেশে প্রবেশ করবে। এমন সংবাদে বিজিবির একটি টহলদল ওই সীমান্তের ১ নম্বর ঘিবা গ্রামের একটি মাঠের মধ্যে অবস্থান করেন। এসময় ভারত সীমান্ত পার হয়ে এসব বাংলাদেশিরা রঘুনাথপুর সীমান্তের ঘিবা গ্রামের একটি মাঠ দিয়ে বাংলাদেশে প্রবেশ করলে তাদেরকে আটক করে বিজিবি।

আটকৃত ৮ বাংলাদেশির বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

(ঢাকা টাইমস/২২মে/প্রতিনিধি/এসএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :