ভারত-পাকিস্তান মহারণ: যেমন হতে পারে দুই দলের একাদশ

আর কিছুক্ষণ পর শুরু হতে যাচ্ছে বহুল প্রতিক্ষিত পাকিস্তান-ভারত মহারণ। যুক্তরাষ্ট্রের মাটিতে প্রথমবারের মত মুখোমুখি হচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দল। প্রথম ম্যাচ জিতে আত্মবিশ্বসী ভারত আর হেরে বিপর্যস্ত পাকিস্তান। তারপরও প্রতিবেশী দেশটার বিপক্ষে বরাবরের মত মাঠে সর্বোচ্চটা উজাড় করে দিতে চায় বাবর আজমের দল।
আজ রবিবার নিউইয়র্কের নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানের মুখোমুখি হবে ভারত। ম্যাচটি মাঠে গড়াবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়।
চোটের কারণে যুক্তরাষ্ট্রের বিপক্ষে খেলতে পারেননি ইমাদ ওয়াসিম। তবে সেই চোট কাটিয়ে এখন তিনি পুরোপুরি ফিট। তাই আজকের ম্যাচে তার খেলা অনেকটাই নিশ্চিত। ইমাদ ফেরায় নিশ্চিতভাবেই পরিবর্তন আসতে যাচ্ছে পাকিস্তানের একাদশে।
গত ম্যাচের একাদশ থেকে বাদ পড়তে পারেন আজম খান। তার সাম্প্রতিক ফর্ম খুবই বাজে। পাকিস্তানের হয়ে ১৪ ম্যাচ খেলে শূন্য রানেই আউট হয়েছেন চারবার। রান করেছেন মাত্র ৮ গড়ে। তাছাড়া উসমান খানের পারফরম্যান্সও খুব একটা ভালো না। তবে টিম ম্যানেজমেন্ট হয়তোবা তাকে আরও কিছুটা সময় দিতে পারে।
বোলিংয়ে পরিবর্তন আসার সম্ভাবনা খুব একটা নেই। তবে উইকেট স্পিন বান্ধব হলে হয়তোবা তিন পেসার নিয়ে খেলতে পারে পাকিস্তান। সেক্ষেত্রে বাদ পড়তেব পারেন হারিস রউফ।
এদিকে ভারতের একাদশে পরিবর্তন আসার সম্ভাবনা খুবই কম। যদি উইকেট অনেক বেশি স্পিন বান্ধব হয় তাহলে অক্ষর প্যাটেলের জায়গায় কুলদ্বিপ যাদবকে দেখা যেতে পারে।
পাকিস্তানের সম্ভাব্য একাদশ
মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), বাবর আজম (অধিনায়ক), উসমান খান, ফখর জামান, শাদাব খান, ইফতেখার আহমেদ, ইমাদ ওয়াসিম, শাহিন আফ্রিদি, মোহাম্মদ আমির, হারিস রউফ, নাসিম শাহ।
ভারতের সম্ভাব্য একাদশ
রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, ঋষভ পান্ত (উইকেটরক্ষক), সূর্যকুমার যাদব, শিবম দুবে, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, জাসপ্রিত বুমরাহ, আর্শদ্বিপ সিং, মোহাম্মদ সিরাজ।
(ঢাকাটাইমস/০৯ জুন/এনবিডব্লিউ)

মন্তব্য করুন