বগুড়ায় স্কুলছাত্রকে গলাকেটে হত্যা

বগুড়া প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১০ জুন ২০২৪, ১২:১৫| আপডেট : ১০ জুন ২০২৪, ১৩:৪১
অ- অ+

বগুড়ার সারিয়াকান্দিতে জিসান বাবু (১৩) নামের এক স্কুলছাত্রকে গলাকেটে হত্যা করা হয়েছে। রবিবার দিনগত রাত সাড়ে ১১টায় উপজেলার সুলতানারা গ্রামের মহিষার বিল থেকে জিসানের মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত জিসান ধুনট উপজেলার চিকাশী ইউনিয়নের হটিয়ারপাড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে। সে জোড়শিমুল উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র ছিল।

সারিয়াকান্দি উপজেলার কামালপুর ইউপি চেয়ারম্যান রাশেদুজ্জামান রাছেল বলেন, ‘হটিয়ারপাড়া গ্রাম সারিয়াকান্দি উপজেলার কামালপুর ইউনিয়ন সংলগ্ন। জিসান বাবুসহ তিন বন্ধু সন্ধ্যার পর সুতানারা গ্রামের মহিষার বিলে বেড়াতে যায়। সেখানে তাদের মধ্যে মারামারির ঘটনা ঘটে। পরে দুই বন্ধু সেখান থেকে পালিয়ে যায়। জিসানের পরিবারের লোকজন খোঁজখবর করার একপর্যায় বিলের মাঠে জিসানের রক্তাক্ত মরদেহ দেখতে পান।’

সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, ‘খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। নিহতের গলায় ধারালো অস্ত্র দিয়ে আঘাতের চিহ্ন রয়েছে। কী কারণে এই হত্যাকাণ্ড, তা জানা যায়নি। ঘটনার সঙ্গে জড়িতদের আটকের চেষ্টা চলছে।’

(ঢাকাটাইমস/১০জুন/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পাবনায় বিএনপি-জামায়াত সংঘর্ষ: মোটরসাইকেল ও অফিস ভাঙচুর, হাসপাতালে ভর্তি ৫
বিএনপি মানবিক বাংলাদেশ গড়তে চায়: আমিনুল হক 
অভ্যুত্থানের পর সরকারের কর্তব্য ছিল শিক্ষাখাতের সংস্কারে মনোযোগ দেওয়া: সাকি
৫ রোহিঙ্গাকে বাংলাদেশে পুশ-ইন করেছে বিএসএফ 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা