স্ট্যান্ডার্ড ব্যাংক ও এভারকেয়ার হাসপাতালের মধ্যে চুক্তি স্বাক্ষর

শরি‘আহ্ ভিত্তিক স্ট্যান্ডার্ড ব্যাংক ও এভারকেয়ার হাসপাতালের মধ্যে স্বাস্থ্যসেবা সংক্রান্ত একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির আওতায় স্ট্যান্ডার্ড ব্যাংকের সকল কর্মকর্তা-কর্মচারী, পরিচালক ও তাদের পরিবারবর্গ দেশের স্বনামধন্য এভারকেয়ার হাসপাতালে সকল প্যাথলজিক্যাল পরীক্ষা এবং কেবিন ও শয্যাভাড়ায় বিশেষ মূল্যছাড় পাবেন।
সোমবার (১০ জুন) ঢাকায় স্ট্যান্ডার্ড ব্যাংকের প্রধান কার্যালয়ে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে স্ট্যান্ডার্ড ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ মোহন মিয়া এবং এভারকেয়ার হাসপাতাল ঢাকার ডিজিএম অ্যান্ড হেড অব কর্পোরেট মার্কেটিং এ. এম. আবুল কাশেম রনি নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন।
এ সময় অন্যদের মধ্যে স্ট্যান্ডার্ড ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও সিওও মো. সিদ্দিকুর রহমান; এসইভিপি ও চিফ রেমিটেন্স অফিসার মো. মোশাররফ হোসাইন, ইভিপি ও সিএফও মো. আলী রেজাসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন নির্বাহীবৃন্দ উপস্থিত ছিলেন।
(ঢাকাটাইমস/১০জুন/পিএস)

মন্তব্য করুন