বাংলাদেশ কমার্স ব্যাংকের বিজনেস রিভিউ মিটিং অনুষ্ঠিত

বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেড (বিসিবিএল) এর বিজনেস রিভিউ মিটিং অনুষ্ঠিত হয়েছে।
ব্যাংকের প্রধান কার্যালয়ে এই মিটিংয়ের আয়োজন করা হয়।
ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. তাজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পরিচালনা পর্ষদের চেয়ারম্যান প্রফেসর ড. ইঞ্জিনিয়ার রশীদ আহমেদ চৌধুরী।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- উপ-ব্যবস্থাপনা পরিচালক ড. মো. আব্দুল কাদের, প্রধান কার্যালয়ের সকল বিভাগীয় প্রধানগণ।
এছাড়াও সকল শাখার ব্যবস্থাপক, উপশাখা ইনচার্জ ভার্চুয়াল প্লাটফর্মে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে সকল শাখা ও উপশাখার মে-২০২৪ ভিত্তিক ব্যবসায়িক কার্যক্রমের অগ্রগতি মূল্যায়ন এবং বিশ্লেষণের পাশাপাশি ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।
প্রধান অতিথি প্রফেসর ড. ইঞ্জিনিয়ার রশীদ আহমেদ চৌধুরী তাঁর বক্তব্যে ব্যাংকের সংশ্লিষ্ট সকল কর্মকর্তাদের ব্যাংকের সার্বিক প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যে সর্বোত্তম গ্রাহক সেবা নিশ্চিতকরণের নির্দেশনা প্রদান করেন। ব্যবস্থাপনা পরিচালক মো. তাজুল ইসলাম ২০২৪ সালের কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা অর্জনের লক্ষ্যে প্রয়োজনীয় কর্মকৌশল ও দিক নির্দেশনা প্রদান করেন।
(ঢাকা টাইমস/১১জুন/এসএ)

মন্তব্য করুন