ঈদের আগে সরকারি চাকরিজীবীদের শেষ কর্মদিবস আজ

ঈদের আগে সরকারি চাকরিজীবীদের শেষ কর্মদিবস আজ বৃহস্পতিবার। সাপ্তাহিক ছুটি শুক্র-শনিবারের পর রবিবার থেকে শুরু হবে ঈদুল আজহার ছুটি। সেই হিসাবে এবার টানা পাঁচ দিন ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা।
১৭ জুন (সোমবার) দেশে ঈদুল আজহা উদযাপিত হবে। সরকারি ছুটির তালিকা অনুযায়ী, কোরবানির ঈদের ছুটি শুরু হবে ১৬ জুন (রবিবার)। তিন দিনের ঈদের ছুটি শেষ হবে ১৮ জুন (মঙ্গলবার)। এরপর ১৯ জুন খুলবে অফিস-আদালত।
এদিকে ঈদুল আজহা উপলক্ষে ট্রেনে ঈদযাত্রা শুরু হয়েছে বুধবার। আর বাসে ঈদযাত্রা শুরু হয়েছে এর আগেই।
হিজরি সনের জিলহজ মাসের ১০ তারিখে ঈদুল আজহা উদযাপন করা হয়। তবে পশু কোরবানি করা যায় জিলহজ মাসের ১০, ১১ ও ১২ তারিখ।
(ঢাকাটাইমস/১৩জুন/এফএ)

মন্তব্য করুন