টাঙ্গাইলের ভূঞাপুরে অগ্নিকাণ্ডে ৭ দোকান ভস্মীভূত

টাঙ্গাইলের ভূঞাপুরের একটি বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ভস্মীভূত হয়েছে ৭টি দোকান।
বুধবার মধ্যরাতে উপজেলার ফলদা বাজারে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত দোকানগুলোর মধ্যে চালের দোকান, ইলেক্ট্রিক হার্ডওয়্যার দোকান, মুদি দোকান, ফার্নিচার ও রড সিমেন্টের দোকান রয়েছে। অগ্নিকাণ্ডে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত দোকান মালিকেরা।
এদিকে আগুন লাগার খবর পেয়ে বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মামুনুর রশীদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
স্থানীয়দের কাছ থেকে জানা যায়, বুধবার রাত আড়াইটার দিকে একটি মুদি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। এরপর ধীরে ধীরে আশপাশের আরও ৬টি দোকানে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ভূঞাপুর ও গোপালপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
তবে আগুন নিয়ন্ত্রণে আনার আগেই ভস্মীভূত হয়। সাতটি দোকান।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা হলেন- মোহাম্মদ আল-আমিন সরকার, ওয়াজেদ আলী, মিন্টু মিয়া, মো. আল আমিন, আরিফ তালুকদার, আখতার হোসেন, মো. রফিকুল ইসলাম, জহুরুল ইসলাম, আব্দুল হামিদ খান ও শিহাব উদ্দিন তালুকদার।
ভূঞাপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) নুরুল ইসলাম জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। তবে ভূঞাপুর থেকে ফলদা যাওয়ার সড়কটি খারাপ হওয়ায় ঘটনাস্থলে পৌঁছাতে দেরি হয়েছে।
পজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মামুনুর রশীদ বলেন, আগুন লাগার খবর পেয়ে সকালে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং ক্ষতিগ্রস্তদের আবেদন সাপেক্ষে বিধি মোতাবেক প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।
(ঢাকাটাইমস/১৩জুন/প্রতিনিধি/পিএস

মন্তব্য করুন