শ্রীপুরে গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৩ জুন ২০২৪, ২০:৫৫
অ- অ+

গাজীপুরের শ্রীপুরে শ্বশুর বাড়ি থেকে ফরিদা ইয়াসমিন (৪৮) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার সকালে শ্রীপুর পৌরসভার লোহাগাছ গ্রামের বগারভিটা এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত স্বজনদের অভিযোগ গৃহবধূকে পিটিয়ে হত্যা করে মুখে বিষ ঢেলে দিয়েছে তার স্বামী। তাই ঘটনার পর থেকে সে পলাতক রয়েছে।

পুলিশ বলছে, নিহতের শরীরে আঘাতের চিহ্ন ও মুখ থেকে বিষের গন্ধ পাওয়া গেছে।

নিহত গৃহবধূ ফরিদা ইয়াসমিন শ্রীপুর পৌরসভার লোহাগাছ গ্রামের আব্দুস ছামাদের স্ত্রী।

নিহতের বড় ভাই ফজলুল হক বলেন, ‘পারিবারিক কলহের জেরে আব্দুস ছামাদ আমার বোনকে পিটিয়ে খুন করছে। মৃত্যু নিশ্চিত হওয়ার পর মুখে বিষ ঢেলে পালিয়ে গেছে। আমার বোনের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক আঘাতের চিহ্ন রয়েছে। আশপাশের লোকজন উঠানে আমার বোনকে পড়ে থাকতে দেখে কাছে এসে মুখে বিষের গন্ধ পায়। পরে তাকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শারমিন সুলতানা বলেন, ফরিদা ইয়াসমিন নামের এক নারীকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। বিষয়টি আমরা পুলিশকে জানিয়েছি।

শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) সোহেল আল মামুন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। তার মুখ থেকে বিষের গন্ধ পাওয়া গেছে। আজ দুপুরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে নিহতের স্বামী পলাতক রয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।

(ঢাকাটাইমস/১৩জুন/প্রতিনিধি/পিএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ভারতের পুশইন ও পানি আগ্রাসনের ব‍্যাপারে সোচ্চার ও সতর্ক থাকতে হবে: মঞ্জু
সেন্টমার্টিনে কোস্ট গার্ডের ৭ দিনব্যাপী সেবামূলক কর্মসূচি
সুনামগঞ্জে বজ্রপাতে দুই শ্রমিকের মৃত্যু
বনানীর সিগনেচার ও হেজ সিসা লাউঞ্জে অভিযান, তালাবদ্ধ অন্ধকার রুমে তরুণীদের সঙ্গে ছিল বিদেশিরাও!
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা