যমুনায় ধরা পড়ল ১৮ কেজি ওজনের বোয়াল

জামালপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৮ জুন ২০২৪, ২০:১২
অ- অ+

জামালপুরের ইসলামপুরে যমুনা নদীতে ১৮ কেজি ওজনের একটি বোয়াল মাছ ধরা পড়েছে। মাছটি দেখতে উৎসুক জনতা ভিড় করেছে ওই এলাকায়।

মঙ্গলবার বেলা ১১টার দিকে যমুনা নদীর চিনাডুলী বলিয়াদাহ আগারি এলাকা থেকে ছিপ জাল দিয়ে মাছটি ধরা হয়। মাছটি ওই এলাকার আব্দুল্লাহ আল সাকিব নামে এক প্রকৌশলী ২২ হাজার টাকায় কিনে নেন।

স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার সকালে ভুন্দুলি মাঝির ছেলে এনামুলের ছিপ জালে মাছটি ধরা পড়ে। মাছটি ওজন করে দেখা যায় এটি ১৮ কেজি। পরে স্থানীয় বাজারে নিয়ে যাওয়ার সময় চিনাডুলী বলিয়াদাহ আগারি এলাকার আব্দুল্লাহ আল সাকিব নামে এক প্রকৌশলী ১ হাজার ২২২ টাকা কেজি দরে এটি কিনে নেন।

মাছটির ক্রেতা ইঞ্জিনিয়ার আব্দুল্লাহ আল সাকিব বলেন, মাছটি দেখতে একটি মানুষের সমান। মাছটি তিনি ২২ হাজার টাকার বিনিময়ে কিনে নিয়েছেন। শুনেছি এর আগেও ২০২২ সালে যমুনা নদীতে এক জেলের বড়শিতে ১৮ কেজি ওজনের একটি বোয়াল মাছ ধরা পড়ে। পরে স্থানীয় বাজারে নেয়ার সময় এক ক্রেতা মাছটি ১৭ হাজার টাকায় কিনে নেন।

এ বিষয়ে ইসলামপুর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা কামরুল হাসান বলেন, যমুনা নদীতে পানি বৃদ্ধি পাচ্ছে। এ কারণে এমন মাছ পাওয়া যাচ্ছে।

(ঢাকা টাইমস/১৮জুন/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ইসির ওয়েবসাইট থেকে সরানো হলো আ.লীগের ‘নৌকা প্রতীক’ 
দুদকের নতুন সচিব খালেদ রহীম
গোপালগঞ্জে এনসিপির পদযাত্রা ঘিরে পুলিশের গাড়িতে আগুন দিয়েছে নিষিদ্ধ ছাত্রলীগ
সিলেবাস সংস্কারে জাতীয় বিশ্ববিদ্যালয় ও ইউনিসেফের সমঝোতা চুক্তি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা