আ.লীগের শোভাযাত্রায় বাহাউদ্দীন নাছিমের দুই হাতি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২১ জুন ২০২৪, ১৬:৫৫
অ- অ+

দলের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী (প্লাটিনাম জুবিলি) উপলক্ষে শুক্রবার ‘বর্ণাঢ্য র‍্যালি ও শোভাযাত্রা করেছে আওয়ামী লীগ। আওয়ামী লীগ এবং সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীদের উপস্থিতিতে ইতোমধ্যে শোভাযাত্রায় জনস্রোত সৃষ্টি হয়েছে।

ব্যানার, ফেস্টুন, ব্যান্ড পার্টি, ঢোল, কৃষকের সাজ, বেলুনসহ নানান সাজে শোভাযাত্রায় অংশ নিয়েছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা নেতাকর্মীরা। এ শোভাযাত্রায় দেখা মিলেছে বিশালদেহী দুটি হাতির, যা নজর কেড়েছে সমাবেশে আসা নেতাকর্মীদের।

শুক্রবার বিকাল সাড়ে ৩টার দিকে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে নির্মাণ করা অস্থায়ী মঞ্চের পাশে নিয়ে আসা হয় হাতি দুটিকে।

দুটি হাতির উপর দুজন করে চারজন মাহুতকে দেখা গেছে৷ দলীয় কোনো নেতাকর্মী হাতির পিঠে না চাপলেও হাতির গায়ে দেখা গেছে দলীয় পোস্টার।

খোঁজ নিয়ে জানা গেছে, ঢাকা- আসনের সংসদ সদস্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দীন নাছিমের পক্ষ থেকে হাতি দুটি আনা হয়েছে। হাতির মাথার সামনে দেখা গেছে বাহাউদ্দীন নাছিমের ছবি সম্বলিত পোস্টার। এছাড়া হাতির পিঠে বাঁধা হয়েছে আওয়ামী লীগের ৭৫ বছর পূর্তি উপলক্ষে তৈরি করা বিশাল ব্যানার।

(ঢাকাটাইমস/২১জুন/এলএম/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পাবনায় বিএনপি-জামায়াত সংঘর্ষ: মোটরসাইকেল ও অফিস ভাঙচুর, হাসপাতালে ভর্তি ৫
বিএনপি মানবিক বাংলাদেশ গড়তে চায়: আমিনুল হক 
অভ্যুত্থানের পর সরকারের কর্তব্য ছিল শিক্ষাখাতের সংস্কারে মনোযোগ দেওয়া: সাকি
৫ রোহিঙ্গাকে বাংলাদেশে পুশ-ইন করেছে বিএসএফ 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা