মুক্তি পেলেন যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম

দীর্ঘদিন কারাভোগের পর জামিনে মুক্তি পেলেন যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নীরব।
শুক্রবার বিকাল ৩টায় কেরানীগঞ্জ কারাগার থেকে মুক্তি পান তিনি। কারাফটকে সাইফুল আলম নীরবকে নেতাকর্মীরা ফুল দিয়ে বরণ করেন। যুবদলনেতা আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
গত বছরের ৪ মার্চ সাইফুল আলম নিরবকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী। তার বিরুদ্ধে ৪৫৪টি মামলা আছে। এর মধ্যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে দায়েরকৃত ৭ মামলায় তার ১৭ বছরের সাজা দিয়েছেন আদালত।
এসব মামলায় জামিন পাওয়ার পর চলতি বছরের ২০ মার্চ জেলগেট থেকে তাকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী। পরে ২০২২ সালের পল্টন থানার একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। এই মামলায়ও জামিন পেলে গত ২১ এপ্রিল ফের জেলগেটে থেকে আটক হন নীরব। এরপর ২০২১ সালের আরও একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়। এই মামলায় গত ৫ জুন জামিন পান তিনি।
কিন্তু গত সোমবার ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে বের হলে তৃতীয় দফায় তাকে আটক করে ২০২২ সালে মতিঝিল থানার একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়। এই মামলায় জামিন পেয়ে শুক্রবার মুক্তি পান তিনি।
(ঢাকাটাইমস/২১জুন/জেবি/এসআইএস)

মন্তব্য করুন