সড়ক দুর্ঘটনায় আহত লেবার পার্টির চেয়ারম্যান ডা. ইরান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২১ জুন ২০২৪, ১৮:১৫
অ- অ+

বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহত হয়েছেন। শুক্রবার দুপুরে নিজ এলাকা বরিশালের ভাণ্ডারিয়া থেকে ঢাকায় ফেরার পথে ফরিদপুরের ভাঙ্গার বাবলাতলা এলাকায় এলে দুর্ঘটনার কবলে পড়েন তিনি।

দুর্ঘটনায় ইরান ছাড়াও লেবার পার্টির সাংগঠনিক সম্পাদক মো. কামরুজ্জামান ও কেন্দ্রীয় সদস্য হাবিবুর রহমানও মারাত্মক আহত হন। স্থানীয়রা আহতদের পাশ্ববর্তী একটি হাসপাতালে নিয়ে যান।

ডা. মোস্তাফিজুর রহমান ইরান বলেন, ‘আমরা প্রাইভেট কারযোগে ঢাকা আসার পথে বাবলাতলা এলাকায় দুটি বাসের প্রতিযোগিতার কারণে তাদের সাইট দিতে গিয়ে আমাদের গাড়িটি মেইন রোড থেকে রাস্তার নিচে ছিটকে পড়ে। এতে আমি এবং দলেল সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান চৌধুরী মারাত্মক আহত হই।’

সুস্থতার দোয়া চেয়ে ইরান বলেন, ‘আমাদের দ্রুত সুস্থতা ও নেক হায়াতের জন্য সবাই দোয়ায় শরিক রাখবেন।’

(ঢাকাটাইমস/২১জুন/জেবি/এসআইএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পাবনায় বিএনপি-জামায়াত সংঘর্ষ: মোটরসাইকেল ও অফিস ভাঙচুর, হাসপাতালে ভর্তি ৫
বিএনপি মানবিক বাংলাদেশ গড়তে চায়: আমিনুল হক 
অভ্যুত্থানের পর সরকারের কর্তব্য ছিল শিক্ষাখাতের সংস্কারে মনোযোগ দেওয়া: সাকি
৫ রোহিঙ্গাকে বাংলাদেশে পুশ-ইন করেছে বিএসএফ 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা