অত্যাচারী শাসক হিসেবে আওয়ামী লীগের নাম ইতিহাসে লিপিবদ্ধ থাকবে: টিপু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২১ জুন ২০২৪, ২৩:৫৬
অ- অ+

‘অত্যাচারী শাসক হিসেবে দেশের ইতিহাসে আওয়ামী লীগের নাম লিপিবদ্ধ থাকবে’ মন্তব্য করে বিএনপির সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু বলেছেন, ‘আওয়ামী লীগের ভয়াল থাবা থেকে শুধু বিএনপি নয়, অন্য সাধারণ মানুষও রেহাই পায়নি। এদের অন্যায়ের প্রতিবাদ করলে খুন হতে হয়, গুম হয়ে যেতে হয়, নতুবা এরা শারীরিকভাবে চিরতরে পঙ্গু করে দেয়।’

শুক্রবার আদাবর থানার সাবেক যুবদল নেতা ও আদাবর থানা বিএনপির স্থায়ী সরকার ও পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক নিহত আব্দুর রশীদের নাটোরের লালপুর উপজেলার চংধুপইল ইউনিয়নের নিজ বাড়িতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে উপহারের বাচ্চাসহ গাভী গরু প্রদানকালে তিনি এসব কথা বলেন। পরে তিনি নিহত আব্দুর রশীদের কবর জিয়ারত করেন।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সাবেক এই সভাপতি আরও বলেন, ‘মানুষ আজ বন্দী জীবনযাপন করছে। বাকশালি শাসকগোষ্ঠী পুরোদেশকে দুর্নীতির আখড়ায় পরিণত করেছে। চিহ্নিত সন্ত্রাসীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, লুটেরাদের ফ্রি লাইসেন্স দিয়েছে। কারণ, এরা সবাই সরকারের দোসর। কিন্তু গ্রেপ্তার করা হচ্ছে গণতন্ত্রকামী জনতাকে।’;

এ সময় উপস্থিত ছিলেন বাগাতিপাড়ার পৌর মেয়র মো. শরিফুল ইসলাম (লেলিন), উপজেলার সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও দয়ারামপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. আনছার আলীসহ লালপুর-বাগাতিপাড়া উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

প্রসঙ্গত, আব্দুর রশীদকে গত ২৯ শে অক্টোবর দলীয় কর্মসূচি পালনকালে অজ্ঞাত সন্ত্রাসীরা পিটিয়ে ও ধাঁরালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে।

(ঢাকাটাইমস/২১জুন/জেবি/এসআইএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পাবনায় বিএনপি-জামায়াত সংঘর্ষ: মোটরসাইকেল ও অফিস ভাঙচুর, হাসপাতালে ভর্তি ৫
বিএনপি মানবিক বাংলাদেশ গড়তে চায়: আমিনুল হক 
অভ্যুত্থানের পর সরকারের কর্তব্য ছিল শিক্ষাখাতের সংস্কারে মনোযোগ দেওয়া: সাকি
৫ রোহিঙ্গাকে বাংলাদেশে পুশ-ইন করেছে বিএসএফ 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা