জাতীয় ঐক্য সৃষ্টির মাধ্যমে পলাশীর শিক্ষাকে কাজে লাগাতে হবে: ইয়াছিন আরাফাত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৩ জুন ২০২৪, ২১:১২
অ- অ+

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ইয়াছিন আরাফাত বলেছেন, জাতীয় ঐক্য সৃষ্টির মাধ্যমে পলাশীর শিক্ষাকে কাজে লাগাতে হবে।

তিনি বলেন, আমরা পরিপূর্ণ স্বাধীনতা নিয়ে বিশ্বের দরবারে মাথা উচু করে বাঁচতে চাই। নিছক রাজনৈতিক কারণে দেশের জনগণকে বিভক্ত নয়; বরং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় জাতীয় ঐক্য সৃষ্টির মাধ্যমে পলাশীর ঘটনাকে পুনর্মূল্যায়ন করে এর শিক্ষাকে কাজে লাগাতে হবে।

রবিবার ছাত্রশিবির কুমিল্লা মহানগর শাখা কর্তৃক আয়োজিত পলাশী দিবসের এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মহানগর সভাপতি নয়ন হোসেনের সভাপতিত্বে উক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথির বক্তব্যে ইয়াছিন আরাফত বলেন, ১৭৫৭ সালের ২৩ জুন পলাশীর আম্র কাননে বাংলার স্বাধীন নবাব সিরাজউদ্দৌলাকে পরাজিত করার মধ্যমে বাঙালি তথা মুসলমানদের শোচনীয় পরাজয় ঘটেছিল। নবাবের পরাজয়ের মাধ্যমে বাংলা প্রায় ১৯০ বছরের জন্য স্বাধীনতা হারায় এবং ভারত বর্ষে ইংরেজ শাসন প্রতিষ্ঠার পথ সূচিত হয়। প্রায় দুইশত বছরের পরাধীনতা থেকে মুক্ত হয়ে আমরা আর কোনো দাসত্বের শৃংখলে আবদ্ধ হতে চাই না।

তিনি আরও বলেন, সেদিনকার মীর জাফরের উত্তরসূরীরা আজও আমাদের লাল সবুজের পতাকাকে ভুলন্ঠিত জন্য উঠে পড়ে লেগেছে। ব্যক্তি স্বার্থ ও ক্ষমতার জন্য স্বজাতির সাথে বেঈমানী করছে। সংখ্যাধিক্যের মতামতকে উপেক্ষা করে ক্ষমতার মেওয়া লাভের হীন স্বার্থ চরিতার্থ করার জন্য নিজ দেশের মানুষের বুকে গুলি চালাচ্ছে। দেশের সম্পদ লুটেপুটে খাচ্ছে। ক্ষমতার লোভে দেশের স্বর্বভোমত্বের প্রশ্নে অন্য রাষ্ট্রের সাথে আপোষ করছে। নিছক রাজনৈতিক স্বর্থ চরিতার্থ করার জন্য জনগণকে বিভক্তির দিকে ঠেলে দেওয়া হচ্ছে। আমরা মনে করি এসবই দেশের সাথে, দেশের মানুষের সাথে বিশ্বাসঘাতকা। এসব বিশ্বাস ঘাতকদের ব্যাপারে আমাদেরকে সজাগ ও সতর্ক থাকতে হবে। ২৩ জুন পলাশী দিবস মুসলিম জাতির এক কলঙ্কজনক অধ্যায়। আর কোন পলাশী যেন বাংলার মাটিতে না ঘটে সে জন্য তরুণ ও ছাত্র সমাজকে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করতে হবে।

চট্টগ্রাম মহানগর দক্ষিণ শাখা ঐতিহাসিক পলাশী দিবস উপলক্ষ্যে আলোচনা সভার আয়োজন করে ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর দক্ষিণ শাখা। এতে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ড. আজম ওবায়েদুল্লাহ।

খুলনা মহানগর শাখা ঐতিহাসিক পলাশী দিবস উপলক্ষ্যে আলোচনা সভার আয়োজন করে ইসলামী ছাত্রশিবির খুলনা মহানগর শাখা। আয়োজনে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগরী জামায়াতের আমির অধ্যাপক মাহফুজুর রহমান।

নোয়াখালী জেলা উত্তর শাখা ঐতিহাসিক পলাশী দিবস উপলক্ষ্যে আলোচনা সভার আয়োজন করে ইসলামী ছাত্রশিবির নোয়াখালী জেলা উত্তর শাখা। আয়োজনে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি সালাহউদ্দিন আইউবী।

খুলনা জেলা উত্তর শাখা ঐতিহাসিক পলাশী দিবস উপলক্ষ্যে আলোচনা সভার আয়োজন করে ছাত্রশিবির খুলনা জেলা উত্তর শাখা। আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক নুরুল ইসলাম।

এছাড়াও সারাদেশের বিভিন্ন শাখা পলাশী দিবসের আলোচনা সভার আয়োজন করেছে।

(ঢাকাটাইমস/২৩জুন/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পাবনায় বিএনপি-জামায়াত সংঘর্ষ: মোটরসাইকেল ও অফিস ভাঙচুর, হাসপাতালে ভর্তি ৫
বিএনপি মানবিক বাংলাদেশ গড়তে চায়: আমিনুল হক 
অভ্যুত্থানের পর সরকারের কর্তব্য ছিল শিক্ষাখাতের সংস্কারে মনোযোগ দেওয়া: সাকি
৫ রোহিঙ্গাকে বাংলাদেশে পুশ-ইন করেছে বিএসএফ 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা