ঘুষ নেওয়ার অভিযোগে মামলা হচ্ছে দুদক কর্মকর্তার বিরুদ্ধে, কমিশনে অনুমোদন

হাসান মেহেদী, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৪ জুন ২০২৪, ১৩:৪২| আপডেট : ২৪ জুন ২০২৪, ১৩:৫৮
অ- অ+

ঘুষ নেওয়ার অপরাধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) এক কর্মকর্তার বিরুদ্ধে মামলার অনুমোদন দিয়েছে কমিশন।

এক ব্যবসায়ির কাছে ২০ লাখ টাকা দাবি করে ৭৬ হাজার টাকা নেন দুদকের সহকারী পরিচালক (সাময়িক বরখাস্ত) মো. মোস্তাফিজুর রহমান।

এ বিষয়ে দুর্নীতি দমন কমিশনের এক সভায় মোস্তাফিজুর রহমানের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়েরের অনুমোদন দেওয়া হয়। দুদকের উপ-পরিচালক (অনু. ও তদন্ত-১) ফারজানা ইয়াসমিন স্বাক্ষরিত এক নির্দেশনায় এ অনুমোদন দেওয়া হয়েছে।

মোস্তাফিজুর রহমান মাগুরা জেলার মোহাম্মদপুর থানার হরেকৃষ্ণপুর গ্রামের মো. আব্দুর রহমান মৃধার ছেলে।

দুদকের উপ-পরিচালক (অনু. ও তদন্ত-১) ফারজানা ইয়াসমিন স্বাক্ষরিত এক নির্দেশনায় মোস্তাফিজুর রহমানের বিরুদ্ধে মামলা করার অনুমোদন দেওয়া হয়।

এদিকে একই চিঠিতে অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পাবনার সিনিয়র স্পেশাল জজ এবং জেলা ও দায়রা জজ আদালতে অনুলিপি দেওয়া হয়েছে।

এর আগে ২০২৩ সালে মো. মোস্তাফিজুর রহমান পাবনায় উপ-সহকারী পরিচালক হিসেবে কর্মরত থাকাকালে তার অফিস কক্ষে বসে মেসার্স হক টেক্সটাইল লিমিটেডের মালিক মো. শামসুল হকের কাছে ২০ লাখ টাকা দাবি করে ৭৬ হাজার টাকা গ্রহণ করেন।

এ বিষয়ে ওই বছরের ২৬ জুন দুর্নীতি দমন কমিশনের পাবনা সমন্বিত জেলা কার্যালয়ের ০০,০১,৭৬০০,৭২৪.৯৯.০০৭.২০.১১৮৩ নম্বর স্মারকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়।

পরে তার বিরুদ্ধে যথাযথভাবে সরকারি দায়িত্ব পালন না করে ক্ষমতার অপব্যবহার করে মেসার্স হক টেক্সটাইল লি. এর মালিক মো. শামসুল হকের কাছ থেকে ঘুষ গ্রহণ করায় দুর্নীতি দমন কমিশন (কর্মচারী) চাকরি বিধিমালা, ২০০৮ এর ৩৯(খ) ও ৩৯(৩) বিধি মোতাবেক বিভাগীয় মামলা (নম্বর ০৮/২০২৩) করা হয়। এসময় তাকে দুদকের বিধিমালার ৪৩(১) বিধি অনুযায়ী চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়।

(ঢাকাটাইমস/২৪জুন/এইচএম/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গোপালগঞ্জে সমাবেশ শেষে এনসিপির পদযাত্রায় হামলা, পুলিশ সুপারের কার্যালয়ে আশ্রয় নিলেন নেতারা
বাংলামোটরে এনসিপি কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপ
গোপালগঞ্জে এনসিপির সমাবেশস্থলে ছাত্রলীগের হামলা, ককটেল বিস্ফোরণ
মিটফোর্ডে সোহাগ হত্যা: মামলার এজাহার থেকে পাঁচজনের নাম বাদ দেয় কে? জানালেন ডিএমপি কমিশনার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা