পাথরঘাটায় হরিণের অঙ্গপ্রত্যঙ্গ উদ্ধার

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৬ জুন ২০২৪, ১৮:৫৩
অ- অ+

বরগুনার পাথরঘাটায় বিষখালী সংলগ্ন হরিণঘাটা সংরক্ষিত বনের মধ্য থেকে পরিত্যক্ত অবস্থায় হরিণের বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে দুটি মাথা, ৯টি চামড়া, ১১টি পা, ৪টি লেজ ও ৪টি শিং রয়েছে।

মঙ্গলবার (২৫ জুন) দিবাগত রাত ১টায় বিশেষ অভিযানে এগুলো উদ্ধার করা হয়। তবে ঘটনার সঙ্গে জড়িত কাউকে আটক করা যায়নি। পরে আদালতের নির্দেশে হরিণের অঙ্গপ্রত্যঙ্গ গুলো মাটিচাপা দেওয়া হয়।

কোস্ট গার্ডের পাথরঘাটা অফিসের কন্টিনজেন্ট কমান্ডার মতিউর রহমান জানান, মঙ্গলবার দিবাগত রাত ১টায় অভিযান চালিয়ে হরিণঘাটা বনাঞ্চলের মধ্যে লালদিয়ার চরে পরিত্যক্ত অবস্থায় হরিণের মাথা, চামড়া, পা, লেজ এবং চারটি শিং উদ্ধার করা হয়। পরে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বন বিভাগের কাছে এগুলো হস্তান্তর করা হয়।

বন বিভাগের পাথরঘাটা রেঞ্জ কর্মকর্তার অফিস সূত্রে জানা যায়, পাথরঘাটা উপজেলা বন বিভাগ আদালতের অনুমতি নিয়ে বুধবার দুপুর ১২টায় দেহাংশগুলো মাটিচাপা দেয়।

তবে জব্দকৃত এসব অঙ্গপ্রত্যঙ্গ হরিণঘাটা বন নাকি নিকটবর্তী সুন্দরবন থেকে পাচার হচ্ছিল কেউ এর সদুত্তর দিতে পারেনি।

বন বিভাগের পটুয়াখালী বিভাগীয় বন কর্মকর্তা মো. শফিকুল ইসলাম জানান, সুন্দরবন নিকটবর্তী হওয়ায় নির্দিষ্ট করে বলা যাচ্ছে না কোন বনের বন্য প্রাণী, তবে এ ব্যাপারে অনুসন্ধান আবশ্যক।

এদিকে বন বিভাগের পাথরঘাটা রেঞ্জ অফিসের আইন কর্মকর্তা মো. সোহরাফ হোসেন জানান বুধবার হরিণের মাংস পাচারের সঙ্গে জড়িত ও শিকারি মো. শাহাদাত হোসেন নামে এক ব্যক্তিকে পাথরঘাটা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠিয়েছেন। সে উপজেলার চরদুয়ানী ইউনিয়নের মো. ইউনুসের ছেলে।

উল্লেখ্য গত ৮ এপ্রিল হরিণঘাটার নিকটবর্তী বিষখালী নদী থেকে মাংস পাচারের ঘটনায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

(ঢাকাটাইমস/২৬জুন/পিএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মানিকগঞ্জের সাবেক এমপি মমতাজ গ্রেপ্তার
কুষ্টিয়া-মেহেরপুর আঞ্চলিক মহাসড়কে অনিয়মের প্রমাণ পেল দুদক
কোতয়ালী এলাকায় বিশেষ অভিযান, মাদক কারবারিসহ গ্রেপ্তার ১৫
ফরিদপুরে মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা